স্মৃতি
সেদিন প্রভাতে, চলতে পথে,
মনে পরে গেলো তোমায়।
ভেবেছিলাম- স্মৃতি নেই আর,
হারিয়েছে সুর ,মুছে গেছে অধ্যায়।
অবাক আমি!
ফেলে আসা ক্ষণ, তোলে অনুরন,
হৃদয়ের ক্যানভাসে,
যতদুর জানি, সুখি আজ তুমি,
রয়েছো দূর পরবাসে।
আমিও সুখি, সুখি হতে হয়,
এ যে জীবনের দায়,
বেচে থাকা আর ভ্রান্ত মায়ায়,
সময় যে বয়ে যায়।
জানি আজ আমার দুপুর বিকেল,
কাটবে তোমায় ভেবে,
সন্ধ্যা এসে বিষাদ ঢেলে,
অতিতের শোধ নেবে।
ভুল যে কি ছিলো, নাকি নিয়তি,
কখোনো ভাবিনি দেখে,
কি হবে ভেবে? ভেবে কি হয়?,
অতীতের রঙ মেখে।
স্বত্বঃসংরক্ষিত
মনে পরে গেলো তোমায়।
ভেবেছিলাম- স্মৃতি নেই আর,
হারিয়েছে সুর ,মুছে গেছে অধ্যায়।
অবাক আমি!
ফেলে আসা ক্ষণ, তোলে অনুরন,
হৃদয়ের ক্যানভাসে,
যতদুর জানি, সুখি আজ তুমি,
রয়েছো দূর পরবাসে।
আমিও সুখি, সুখি হতে হয়,
এ যে জীবনের দায়,
বেচে থাকা আর ভ্রান্ত মায়ায়,
সময় যে বয়ে যায়।
জানি আজ আমার দুপুর বিকেল,
কাটবে তোমায় ভেবে,
সন্ধ্যা এসে বিষাদ ঢেলে,
অতিতের শোধ নেবে।
ভুল যে কি ছিলো, নাকি নিয়তি,
কখোনো ভাবিনি দেখে,
কি হবে ভেবে? ভেবে কি হয়?,
অতীতের রঙ মেখে।
স্বত্বঃসংরক্ষিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ২ ১১/১২/২০১৫বেশ ভাল লাগলো আপনার লেখা খানি, কিন্তু স্বত্বঃ সংরক্ষিত'-শব্দটি দিয়ে কি বুজাতে চেয়েছেন বুজলাম না, কেননা এখানে আপনি প্রকাশ করেছেন মানে তো আপনার লেখা !
-
ইসরাত রিতুল ০৯/১২/২০১৫ভাল লাগল
-
অভিষেক মিত্র ০৮/১২/২০১৫দারুণ লাগল দাদা।
-
এস, এম, আরশাদ ইমাম ০৮/১২/২০১৫ভালো লেগেছে। বেশ ভালো। কবিকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
-
ইকবাল হাসান ০৮/১২/২০১৫যতদুর জানি, তুমি আজ সুখী।
আমিও সুখী, সুখী হতে হয়
এ যে জীবনের দায়............
বেশ ভাল লা...।।
শুভ কামনা রইল লেখকের প্রতি। -
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৭/১২/২০১৫কবি আপনার একটা কবিতা দিন না আমার সংকলনের জন্য।
-
দেবাশীষ দিপন ০৭/১২/২০১৫ভীষণ ভাল লাগলো কবি।
-
মোঃ মুলুক আহমেদ ০৭/১২/২০১৫সুন্দর
-
জুনায়েদ বি রাহমান ০৭/১২/২০১৫খুব ভালো লাগলো। (বেঁচে, অতীত,ভূল)