সম্পর্ক
সম্পর্কেরা এখন বড় বেশি হিসেবি যেনো,
পারস্পরিক সৌজন্যতাও মাপা যায় নিক্তিতে।
আপন শব্দটা ইদানিং খুব চলমান,
দ্রুত পালটায় মন সেই সাথে ঘনিষ্ঠতা।
আজ যে বন্ধু কাল সে যে কেউ,
কাল যে ছিলো অপাংতেয় আজ সে অবিচ্ছিন্ন,
সময় হোঁচট খায় পরিবর্তনের দ্রুততায়,
প্রেমে কিংবা ঘৃণায়,
কাছে টানা অথবা ছুড়ে ফেলায়।
কাউকে চেনার সময় নেই,
ইচ্ছে নেই বুঝে নেবার,
বোধকরি নেই তার প্রয়োজনও।
পরিবর্তন নেই শুধু সুক্ষ অহংকারে,
যত্নে সাজানো ভঙ্গুর ভালবাসায়।
কালের পরিক্রমায় এ আজ প্রকৃতির অভিশাপ,
বয়ে চলেছি আমরা, মানুষ নাম যার।
স্বত্বঃসংরক্ষিত
পারস্পরিক সৌজন্যতাও মাপা যায় নিক্তিতে।
আপন শব্দটা ইদানিং খুব চলমান,
দ্রুত পালটায় মন সেই সাথে ঘনিষ্ঠতা।
আজ যে বন্ধু কাল সে যে কেউ,
কাল যে ছিলো অপাংতেয় আজ সে অবিচ্ছিন্ন,
সময় হোঁচট খায় পরিবর্তনের দ্রুততায়,
প্রেমে কিংবা ঘৃণায়,
কাছে টানা অথবা ছুড়ে ফেলায়।
কাউকে চেনার সময় নেই,
ইচ্ছে নেই বুঝে নেবার,
বোধকরি নেই তার প্রয়োজনও।
পরিবর্তন নেই শুধু সুক্ষ অহংকারে,
যত্নে সাজানো ভঙ্গুর ভালবাসায়।
কালের পরিক্রমায় এ আজ প্রকৃতির অভিশাপ,
বয়ে চলেছি আমরা, মানুষ নাম যার।
স্বত্বঃসংরক্ষিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ১৭/০২/২০১৬অপূর্ব।
-
মোঃ মুলুক আহমেদ ০৭/১২/২০১৫ভালো লিখেছেন।
এগিয়ে যান। -
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৬/১২/২০১৫অপাংতেয়>অপাঙক্তেয়।সুন্দর হয়েছে কবি।
-
মোঃ নাজমুল হাসান ০৫/১২/২০১৫সুন্দর। কবিকে শুভেচ্ছা।
-
সমরেশ সুবোধ পড়্যা ০৫/১২/২০১৫সুন্দর !
-
অভিষেক মিত্র ০৫/১২/২০১৫ভাল লাগল।
-
জুনায়েদ বি রাহমান ০৫/১২/২০১৫ভালো লাগলো। অপাংতেয় কথাটি কোন/কি অর্থে ব্যাবহার করেছেন জানালে খুশী হতাম। (আপন)