হতাশা
এখন আমরা আর ভালবাসতে জানিনা,
এখন আমরা বাস করি
এক প্রেমহীন জগতে।
সেখানে আনন্দ খেলা করে পরিমিত,
আছে,হাসি, ঠাট্টা, তামাশা, কৃত্রিমতা,
শুধু প্রেমময় সুখ নেই।
নেই কোনো অভিমান বা খুনসুটি,
জীবন এখানে বড় বেশি হিসেবী,
নিক্তিতে আবেগ মেপে চলা।
এখানে আকাশ শুধুই সাদা কিংবা নীল,
ফুল গুলো গন্ধহীন বিবর্ণ।
মৃদু মন্দ হাওয়া নেই,
আছে আচমকা দমকা বাতাস।
এলোমেলো বৃষ্টির ঝাপটা নেই,
আছে ঝরে পড়া গাছের পাতা।
আর আছে অবাক শিশুর চোখের জল।
স্বত্বঃসংরক্ষিত
এখন আমরা বাস করি
এক প্রেমহীন জগতে।
সেখানে আনন্দ খেলা করে পরিমিত,
আছে,হাসি, ঠাট্টা, তামাশা, কৃত্রিমতা,
শুধু প্রেমময় সুখ নেই।
নেই কোনো অভিমান বা খুনসুটি,
জীবন এখানে বড় বেশি হিসেবী,
নিক্তিতে আবেগ মেপে চলা।
এখানে আকাশ শুধুই সাদা কিংবা নীল,
ফুল গুলো গন্ধহীন বিবর্ণ।
মৃদু মন্দ হাওয়া নেই,
আছে আচমকা দমকা বাতাস।
এলোমেলো বৃষ্টির ঝাপটা নেই,
আছে ঝরে পড়া গাছের পাতা।
আর আছে অবাক শিশুর চোখের জল।
স্বত্বঃসংরক্ষিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবাশীষ দিপন ২৮/১১/২০১৫ভাল লাগলো কবিতার অনুভূতি।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২৮/১১/২০১৫আছে ঝড়ে পড়া গাছের পাতা
আর আছে অবাক শিশুর চোখের জল...............ভালোই বলেছেন কবি। -
এস, এম, আরশাদ ইমাম ২৮/১১/২০১৫ভালো, শেষের আগের লাইনে একটি শব্দ সংশোধন করা যেতে পারে। ধন্যবাদ কবি।