নক্ষত্রমেলা
দেখেছো কি কখনো,
নিশুতি রাতের চন্দ্রবিহীন সাজ..?
বিস্মিত মন, মুগ্ধ আবেশে,
নির্বাক হোলো আজ।
স্তব্ধ আকাশ, জুড়ে ক্যানভাস,
শুভ্র, বিন্দু, নুড়ি।
নিকষ কালো চাদরে দেখি,
রুপোলী নকশা জড়ি।
ঝিকিমিকি রুপে, জ্বলেছে আজ তারা,
নয়তো মিটিমিটি,
রাতের আকাশের, ছেড়া সাদা মেঘ,
সেও নিয়েছে ছুটি।
ঘুমিয়েছে চাঁদ, তাই এ রাত শুধু,
অজস্র নক্ষত্র মেলা,
অসিম শুন্যতায়, নিভে আর জ্বলে,
যেনো জোনাকির খেলা
অপার্থিব অনুভবে, শুধু চেয়ে থাকি,
মনে জাগে হাহাকার,
বিমুগ্ধতার সেই অনুমতি
দেননি,সৃষ্টির রুপকার
স্বত্বঃমহাকা
নিশুতি রাতের চন্দ্রবিহীন সাজ..?
বিস্মিত মন, মুগ্ধ আবেশে,
নির্বাক হোলো আজ।
স্তব্ধ আকাশ, জুড়ে ক্যানভাস,
শুভ্র, বিন্দু, নুড়ি।
নিকষ কালো চাদরে দেখি,
রুপোলী নকশা জড়ি।
ঝিকিমিকি রুপে, জ্বলেছে আজ তারা,
নয়তো মিটিমিটি,
রাতের আকাশের, ছেড়া সাদা মেঘ,
সেও নিয়েছে ছুটি।
ঘুমিয়েছে চাঁদ, তাই এ রাত শুধু,
অজস্র নক্ষত্র মেলা,
অসিম শুন্যতায়, নিভে আর জ্বলে,
যেনো জোনাকির খেলা
অপার্থিব অনুভবে, শুধু চেয়ে থাকি,
মনে জাগে হাহাকার,
বিমুগ্ধতার সেই অনুমতি
দেননি,সৃষ্টির রুপকার
স্বত্বঃমহাকা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসিফ আমের চৌধুরী ২৬/১১/২০১৫ভাল
-
রুহুল আমীন রৌদ্র. ২৫/১১/২০১৫শেষাংশে নিষ্পত্তি ঘটেনি।
তবুও অনণ্য। -
নির্ঝর ২৫/১১/২০১৫অনেক সুন্দর