অপেক্ষা
কোনও এক সোনালী বিকেল ছিল সেদিন,
গোধূলির শেষ আলোতে ছিল বিদায়ের সুর,
অস্তগামি সূর্যের ম্লান ছটায় বিষাদের ছোঁয়া,
কাশফুলেরাও বুঝি ছিলো কারো অপেক্ষায়,
আকাশের মেঘেরা ক্রমেই পালটায় রং,
মৃদু হাওয়ায় ভেসে আসে বৃষ্টির মদির ঘ্রান,
পাখিদের অস্তিরতা,আর নীড়ে ফেরার তাড়া।
এরই মাঝে...
কোনো এক অচেনা মানুষ ঠায় দাড়িয়ে,
যেনো শপথ নিয়েছে, অনুভুতির সাক্ষী হবার,
নাকি...কারো প্রতিশ্রুতি ভঙ্গের শেষ দেখার।
গোধূলির শেষ আলোতে ছিল বিদায়ের সুর,
অস্তগামি সূর্যের ম্লান ছটায় বিষাদের ছোঁয়া,
কাশফুলেরাও বুঝি ছিলো কারো অপেক্ষায়,
আকাশের মেঘেরা ক্রমেই পালটায় রং,
মৃদু হাওয়ায় ভেসে আসে বৃষ্টির মদির ঘ্রান,
পাখিদের অস্তিরতা,আর নীড়ে ফেরার তাড়া।
এরই মাঝে...
কোনো এক অচেনা মানুষ ঠায় দাড়িয়ে,
যেনো শপথ নিয়েছে, অনুভুতির সাক্ষী হবার,
নাকি...কারো প্রতিশ্রুতি ভঙ্গের শেষ দেখার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ২৭/১১/২০১৫সুন্দর।
-
আব্দুল মান্নান মল্লিক ২৫/১১/২০১৫পড়ে খুব ভালো লাদলো কবিতাটি।
-
দেবাশীষ দিপন ২৪/১১/২০১৫দারুণ।দারুণ।
-
রুহুল আমীন রৌদ্র. ২৩/১১/২০১৫অসাধারণ।
-
মোহাম্মদ এনামুল হক ২৩/১১/২০১৫ভাল লাগল ।