পরিবর্তন
ভোরের বাতাসে শীতল পরশ,
স্মিত হীম অনুভুতি-
দূর্বা চুড়ায় শিশিরের কনা,
প্রানে জাগে ভারি স্থিতি।
কুয়াশা চাদরে খেলে লুকোচুরি,
মিষ্টি নরম রোদ-
তাপ ছড়ানো মন হারিয়ে,
করে সে লজ্জাবোধ।
ঝরা পাতারা চুপিসারে বলে,
আবার দেখা হবে-
নুতন সাজে আসবো ফিরে,
ফাগুন এলে তবে।
প্রকৃতির গড়া ঐকতানে বাজে,
শীতের আগমনী সুর-
পাখিরাও কিছু কলতানে বিভোর,
কিছু বিষন্নতায় বিমুঢ়।
চারিপাশে দেখি বদলের ছোঁয়া,
উত্তরীয় হাওয়া মৃদুমন্দ-
ক্ষনেক্ষনে তাই নিশ্বাসে পাই,
বাতাসে শীতের গন্ধ।
স্মিত হীম অনুভুতি-
দূর্বা চুড়ায় শিশিরের কনা,
প্রানে জাগে ভারি স্থিতি।
কুয়াশা চাদরে খেলে লুকোচুরি,
মিষ্টি নরম রোদ-
তাপ ছড়ানো মন হারিয়ে,
করে সে লজ্জাবোধ।
ঝরা পাতারা চুপিসারে বলে,
আবার দেখা হবে-
নুতন সাজে আসবো ফিরে,
ফাগুন এলে তবে।
প্রকৃতির গড়া ঐকতানে বাজে,
শীতের আগমনী সুর-
পাখিরাও কিছু কলতানে বিভোর,
কিছু বিষন্নতায় বিমুঢ়।
চারিপাশে দেখি বদলের ছোঁয়া,
উত্তরীয় হাওয়া মৃদুমন্দ-
ক্ষনেক্ষনে তাই নিশ্বাসে পাই,
বাতাসে শীতের গন্ধ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জুনায়েদ বি রাহমান ২৮/১১/২০১৫প্রাণবন্ত লেখনী। খুব ভালো লাগলো।
-
রুহুল আমীন রৌদ্র. ২২/১১/২০১৫দুর্দান্ত প্রকৃতির উপস্থিতি আপনার এ কবিতায়।
ভাল লাগলো।