www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিশোধ

বুঝে গেছি কাটবে আজো-
নিদ্রাহীন রাত,
চোখের পাতা ভিজিয়ে দিয়ে,
দুঃখের বাজিমাত।

হারিয়ে গিয়ে নিচ্ছে সে আজ-
কেমন প্রতিশোধ,
ভুলতে চেয়েও যায়না ভোলা,
হয়না প্রতিরোধ।

ভুল যা ছিলো,শুধুই আমার-
আমি ছিলাম দোষী,
ভালোবেসে নিয়েছিলে,
কষ্ট অবিনাশী।

জানতে আমি চাইনি কভু-
তোমার মনের কথা,
বুঝতে পেরে অবহেলা,
লুকিয়েছিলে ব্যথা।

বিষন্নতার চোরাবালি-
পায় না এ মন ঠায়,
অপরাধী হয়ে আছি,
ক্ষমার প্রতীক্ষায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ বিষাদের আমেজ।
    ভাল লাগলো।
    ব্যাথা >ব্যথা
  • দেবাশীষ দিপন ২১/১১/২০১৫
    ভাল লাগলো।
  • সুন্দর !
  • নির্ঝর ২০/১১/২০১৫
    অসাধারন..।।
  • বেশ সুন্দর
  • তারুন্যে স্বাগত। আশা করি ভবিষ্যতে আরও ভালো লিখবেন।
 
Quantcast