হাসান কাবীর
হাসান কাবীর-এর ব্লগ
-
ভাল তোমার নাও লাগতে পারে,
এটাই স্বাভাবিক।
তবুও এই ভাল্লাগেনা শব্দটি,
আমার কাছে পৃথিবীর সবচেয়ে- [বিস্তারিত] -
যখন আমি থাকবোনা আর-
হয়ে যাবো শুধু স্মৃতি,
মনে রেখো শুধু আমিও যে ছিলাম-
চলার পথে সাথি। [বিস্তারিত] -
হঠাৎ যদি কোনো অবসরে-
মনে পরে আমাকে,
মুছে ফেলো ঐ ভিজে ওঠা চোখ-
অশ্রুর ফোটাকে। [বিস্তারিত] -
কখোনো জানতে পারোনি-
তোমায় ভেবে কেটেছে নির্ঘুম,
কত যে অলস রজনী।
তোমায় ভেবে পার হয়েছে- [বিস্তারিত] -
বরাবরই একা ছিলাম-
একাই রয়ে গেছি,
মাঝখানেতে একটু হাসি-
হয়েছে অচিনবাসী। [বিস্তারিত] -
এই গ্লানি আমাদের,
করিস না কখোনো ক্ষমা-
এই পাপ এই লাজ,
দায় হয়ে থাক জমা। [বিস্তারিত] -
ক্রমে পরিনত ব্যাঘ্র শাবক,
মেলে ধরেছে তার থাবা,
শত্রুরা সব হুংকারে ভীত,
হয়ে গেছে হতভাগা। [বিস্তারিত] -
রাতের আকাশ কেমন যেন-
ধুসর মেঘে ছাওয়া,
মৃদু শীতল পরশ নিয়ে-
বইছে ভিজে হাওয়া। [বিস্তারিত] -
হঠাৎ যদি ঘুম ভেঙ্গে দেখি-
ফিরে গেছি শৈশবে,
বদলে নিতাম চলার এ পথ -
যা আছে অনুভবে । [বিস্তারিত] -
বুঝে গেছি এ জীবনে-
চাইতে নেই বেশি কিছু,
চাইতে গেলেই শর্ত দিয়ে-
অস্থিরতা নেবে পিছু। [বিস্তারিত] -
মদির হাওয়ায় আসছে ভেসে-
বুনো ফুলের ঘ্রান,
দুচোখ বুজে গভীর শ্বাসে-
জুড়িয়ে ওঠে প্রান। [বিস্তারিত] -
আমি শেষ বিকেলে হাটি একলা পথে,
সাথি হয় ঐ নীল আকাশ।
উদাসি এ মন কান পেতে রয়,
বাধে কি সুর বিষণ্ণ বাতাস। [বিস্তারিত] -
কি সান্ত্বনা দেবো তোমায়...?
আমাদের দীর্ঘপ্রেম পরিণয়ে পরিনত-
না হওয়ায়, বড় বাচা বেচে গেছো,
এতে কি সান্ত্বনা পাবে তুমি? [বিস্তারিত] -
একটি সংখ্যার পরিবর্তন হবে,
নিমিত্তে তৈরি পুরো সভ্যতা।
শুধু একটি শব্দের বদল হবে,
নিমিষে অতীত হবে সব কথকতা। [বিস্তারিত] -
ইদানিং প্রায়ই মৃত্যুকে নিয়ে ভাবি।
কেমন হবে সেই অন্তিম ক্ষন?
যখন শেষ নিশ্বাস বিদায় জানিয়ে,
ফিস ফিস চুপি চুপি বলে যাবে, [বিস্তারিত]