স্বাধীনতা
আয়রে আমার স্বাধীনতা
আয়রে আমার দেশে।
দশ্যুদেরকে তাড়িয়ে
স্বাধীন করবি দেশকে।
আসবে মানুষ নতুন যুগের
পাবে স্বাধীন দেশ।
গ্রাম বাঙলার সবাই বলবে স্বাধীন বাংলাদেশ।
১৬/১২/১২
আয়রে আমার দেশে।
দশ্যুদেরকে তাড়িয়ে
স্বাধীন করবি দেশকে।
আসবে মানুষ নতুন যুগের
পাবে স্বাধীন দেশ।
গ্রাম বাঙলার সবাই বলবে স্বাধীন বাংলাদেশ।
১৬/১২/১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৮/১২/২০১৩চমৎকার হয়েছে।
-
এফ সাকি ১৭/১২/২০১৩স্বাধীনতা অনেক আগেই
বাংলা এসেছে,
কিন্তু যখন দেখলো তাকে
বাইরে রেখেছে।
মনের গহীন তার জন্য
রাখেনি একতিল,
চেহারা আর ব্যবহারে
এত যে গরমিল।
তবুও সে স্বপ্ন দেখে
বাংলাতে তার ঘর,
স্বার্থ ভুলে গলায় গলায়
আপন হবে পর।