স্বাধীনতা আমার স্বাধীনতা
বাংলাদেশের লাল সবুজ পতাকায়
আমার এ মন রাঙালোরে;
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা পেয়ে
আমার এ প্রাণ জুড়ালোরে।
অনেক রক্ত ঝরিয়ে পেলাম
আমার এই প্রিয় দেশটাকে।
আমরা সাজাবো মনের রঙে
এদেশের শুরু শেষটাকে।
রক্ত ঝরলো একুশে ফেব্রুয়ারিতে,
রক্ত ঝরলো ২৬ মার্চে,
অনেক রক্ত ঝরিয়ে ১৬ ডিসেম্বরে
দেশটা স্বাধীন হলো অবশেষে।
যুদ্ধ করে বাঙালিরা
পেল বাংলাদেশ।
বাংলাদেশ না পেলে
দুঃখ পেতাম বেশ।
আমার এ মন রাঙালোরে;
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা পেয়ে
আমার এ প্রাণ জুড়ালোরে।
অনেক রক্ত ঝরিয়ে পেলাম
আমার এই প্রিয় দেশটাকে।
আমরা সাজাবো মনের রঙে
এদেশের শুরু শেষটাকে।
রক্ত ঝরলো একুশে ফেব্রুয়ারিতে,
রক্ত ঝরলো ২৬ মার্চে,
অনেক রক্ত ঝরিয়ে ১৬ ডিসেম্বরে
দেশটা স্বাধীন হলো অবশেষে।
যুদ্ধ করে বাঙালিরা
পেল বাংলাদেশ।
বাংলাদেশ না পেলে
দুঃখ পেতাম বেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৭/১২/২০১৩প্রথমত খুবই খারাপ লাগছে "ছোট্ট আম্মুর " জন্য যে, তার আগের এ্যাকাউন্ট টা ব্লগ হয়ে গেছে। তুমি সত্যিই খুব ভালো লিখ। তোমার ভাবনা গুলো এতই চমৎকার যে, আমাদের বড়দের ও এমন চিন্তা নেই। দোয়া রাখি তুমি আরও ভালো লিখতে পার।
-
אולי כולנו טועים ১৪/১২/২০১৩দারুন l
-
ইসমাত ইয়াসমিন ১৪/১২/২০১৩খুব সুন্দর লিখেছ আম্মু। শুভকামনা রইল তোমার জন্য।
-
ফয়জুল্লাহ সাকি ১৪/১২/২০১৩সাবাস তোরে হে বাঙালি
কেমনে সবার মন রাঙালি
বিশ্বের বুকে উঁচু শির,
কার বলে তুই করলি সাহস
স্বাদ নিতে মুক্তির। -
প্রবাসী পাঠক ১৩/১২/২০১৩আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর-মানুষের কাছে আসি
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
মিশে তেরো নদী, সাত সাগরের জল গঙ্গায়-পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥ -
সুবীর কাস্মীর পেরেরা ১৩/১২/২০১৩দারুণ