www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্কুলের মজার ঘটনা

গত বছর আমি যখন ক্লাশ টু তে পড়তাম, মনে হয় এপ্রিল মাস আমার বন্ধু রাখি এসে বলল জানিস আমি আজকে মাথা ন্যাড়া করে ফেলবো তুই ও চুল ফেলে ন্যাড়া করে ফেল। আমি ও রাখি আমাদের ক্লাশের অন্য সবাইকে বললাম যে আমরা আজকে চুল ফেলে দিব। আমার মাকে বলতেই মা রাজি হয়ে গেল। পরদিন ক্লাসে গিয়ে দেখি আমাদের ক্লসের ৫০ জন মেয়ের মধ্যে প্রায় ৪০ জনই ন্যাড়া হযে গেছে। এত মজা হয়েছিল মিসরা ক্লাশে আসে আর আমাদের দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ে সারা স্কুলে সবাই আমাদের দেখে বেশ মজা পাচ্ছিল।আমাদের লাকিদত্ত মিস বলল আমরা নাকি ন্যাড়া হবার পর বেশি দুষ্টামি করি
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১১৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সত্যিই কি সবাই ন্যাড়া হয়েছিলে?
    • রিফাহ্ তাসনিয়া ১৭/১২/২০১৩
      সত্যিই ন্যাড়া হয়েছিল তবে সবাই তো হয়নি প্রায় ৪০ জন হবে।
  • ইসমাত ইয়াসমিন ০৫/১২/২০১৩
    তোমার গল্প পড়ে আমার ও খুব মজা লাগছে। আসলেই একসাথে ৪০ জন ন্যাড়া মানুষ দেখতে কেমন লাগে? তা ভাবতেই আমার ও হাসি পাচ্ছে।
 
Quantcast