রেলগাড়ি
রেলগাড়ি ঝিকঝিক
চলছেরে চলছে,
রাতদুপুরে ট্রেনটাতো
ছুটছেই ছুটছে।
ছুটে চলছে ঘর বাড়ি,
ছুটে চলছে গাছের সারি,
থামছে না কেউ ছুটছে সবাই।
খুজছে সবাই ট্রেনের বাড়ি।
ছুটছে বন, ছুটছে মাঠ।
ছুটছে নদী, ছুটছে খাল।
ট্রেনটাকে হার মানাতে সবাই যেন বেশামাল।
চলছেরে চলছে,
রাতদুপুরে ট্রেনটাতো
ছুটছেই ছুটছে।
ছুটে চলছে ঘর বাড়ি,
ছুটে চলছে গাছের সারি,
থামছে না কেউ ছুটছে সবাই।
খুজছে সবাই ট্রেনের বাড়ি।
ছুটছে বন, ছুটছে মাঠ।
ছুটছে নদী, ছুটছে খাল।
ট্রেনটাকে হার মানাতে সবাই যেন বেশামাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৭/১২/২০১৩ছোট্ট আম্মু খুবই চমৎকার লিখেছ. তোমার একটা ছবি দিও প্রফাইলে।
-
Înšigniã Āvî ১৯/১১/২০১৩বাহ....... খুব ভাল লাগলো
বেসামাল না বেশামাল