মুক্তি
মুক্তি
সকালের আকাশ একেবারে নিস্তব্ধ
কেন আজ সবুজে সাদায় মিলন একাকার
অন্যদিন স্বতন্ত্র সত্ত্বায় সজন-বিজনে বিছিয়ে রাখে আপনাকে
কোনো স্পন্দন নেই কুয়াশায় কিংবা আসন্ন বৃষ্টির মাতার-ই কাজ।
এ যেন প্রসব যন্ত্রণার নীরব কান্না
একেবারেই অদৃশ্য
কেউ কী দেখেছে তাকে আমি তো শুধুমাত্র
তার কান্নার শব্দ শুনতে পেলাম।
তার নবজাতক শিশুরা ভিজিয়ে শান্ত করে দেবে
এই বিস্তৃত গাছ ডালপালা মাটি তৃণ লতা পাতা
যা কিছু পড়ে আছে তাদের অপেক্ষায়।
আমিও শান্ত হব
দীর্ঘ রাতের উষ্ণতা থেকে মুক্তি ঘটবে আমার।
সকালের আকাশ একেবারে নিস্তব্ধ
কেন আজ সবুজে সাদায় মিলন একাকার
অন্যদিন স্বতন্ত্র সত্ত্বায় সজন-বিজনে বিছিয়ে রাখে আপনাকে
কোনো স্পন্দন নেই কুয়াশায় কিংবা আসন্ন বৃষ্টির মাতার-ই কাজ।
এ যেন প্রসব যন্ত্রণার নীরব কান্না
একেবারেই অদৃশ্য
কেউ কী দেখেছে তাকে আমি তো শুধুমাত্র
তার কান্নার শব্দ শুনতে পেলাম।
তার নবজাতক শিশুরা ভিজিয়ে শান্ত করে দেবে
এই বিস্তৃত গাছ ডালপালা মাটি তৃণ লতা পাতা
যা কিছু পড়ে আছে তাদের অপেক্ষায়।
আমিও শান্ত হব
দীর্ঘ রাতের উষ্ণতা থেকে মুক্তি ঘটবে আমার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান/জীবন ০৪/১২/২০১৮সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১২/২০১৮বেশ তো।
-
নীল মেঘ ০৩/১২/২০১৮দারুন লাগলো কবি। খুব সুন্দর গঠনশৈলী
-
নাজরিন নাহার (রিয়া) ০৩/১২/২০১৮মুক্তির গান! অসাধারন...