দীপক৬৮
নতুন পৃথিবী
একটা পৃথিবী একটা আকাশ
একই জল একই মাটি একই বাতাস
একই রক্ত একই শরীর
সকল ধর্মের সকল জাতের সকল ভাষার সকল বেশের
এক গানেতেই এক সুরেতেই ভীড় ।
চাঁদ আমার সূর্য তোমার
বাতাস আমার জল তোমার
রক্ত তোমার শরীর আমার
প্রাণটা তবে কার ভাগে যাবার ?
তার যে নেই কোন আকার-অলংকার
ভাঙবে তবে কোন খানেতে তার ?
কে নেবে এই পুরস্কার ? রক্তের যে হবে হাহাকার !
শরীর একপাশে রক্ত একপাশে
বাতাসকে বসাই আমার পাশে
জলকে যদি ধরে থাকো মাটি থেকে দূরে থেকো
জলের থেকে জীবন পাবে
বাতাস মেখে পেট পুরে তাই জল খাবে ?
সেই বাতাসেই মিশে যাবে
সবুজ মাটি কোথায় পাবে ?
আমার পেটে আটক সে যে
রক্তবিহীন শরীর সেজে মারবে চুমুক নদীর মুখে !
এমন যদি হয়ে থাকেই নদীর ভেতর ঢুকে যেও
মুখগুলিকে সব চিনে নিও
মাছগুলিকে সব খেয়ে নিও
প্রাণটা তোমার বাঁচিয়ে নিও ।
আর যদি ভাই যেতে না পারো
একসাথে ভাই থাকতে পারো
জল-মাটি-বাতাস সবাইকে ডাকতে পারো
শরীরটাকে ধরতে পারো রক্ত নিয়ে গড়তে পারো
আকবরের স্কুল খুলতে পারো
যতীনদাস পার্ক গড়তে পারো
রাম-রহীম-ওমর-আব্দুল্লাহ্কে শেখাতে পারো
রামধনু জীবন ফেরাতে পারো
নতুন পৃথেবী গড়তে পারো ।
একটা পৃথিবী একটা আকাশ
একই জল একই মাটি একই বাতাস
একই রক্ত একই শরীর
সকল ধর্মের সকল জাতের সকল ভাষার সকল বেশের
এক গানেতেই এক সুরেতেই ভীড় ।
চাঁদ আমার সূর্য তোমার
বাতাস আমার জল তোমার
রক্ত তোমার শরীর আমার
প্রাণটা তবে কার ভাগে যাবার ?
তার যে নেই কোন আকার-অলংকার
ভাঙবে তবে কোন খানেতে তার ?
কে নেবে এই পুরস্কার ? রক্তের যে হবে হাহাকার !
শরীর একপাশে রক্ত একপাশে
বাতাসকে বসাই আমার পাশে
জলকে যদি ধরে থাকো মাটি থেকে দূরে থেকো
জলের থেকে জীবন পাবে
বাতাস মেখে পেট পুরে তাই জল খাবে ?
সেই বাতাসেই মিশে যাবে
সবুজ মাটি কোথায় পাবে ?
আমার পেটে আটক সে যে
রক্তবিহীন শরীর সেজে মারবে চুমুক নদীর মুখে !
এমন যদি হয়ে থাকেই নদীর ভেতর ঢুকে যেও
মুখগুলিকে সব চিনে নিও
মাছগুলিকে সব খেয়ে নিও
প্রাণটা তোমার বাঁচিয়ে নিও ।
আর যদি ভাই যেতে না পারো
একসাথে ভাই থাকতে পারো
জল-মাটি-বাতাস সবাইকে ডাকতে পারো
শরীরটাকে ধরতে পারো রক্ত নিয়ে গড়তে পারো
আকবরের স্কুল খুলতে পারো
যতীনদাস পার্ক গড়তে পারো
রাম-রহীম-ওমর-আব্দুল্লাহ্কে শেখাতে পারো
রামধনু জীবন ফেরাতে পারো
নতুন পৃথেবী গড়তে পারো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/১১/২০১৮দারুণ লাগল