www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঁচা ।

শতবর্ষ বাঁচতে চাই না,

ষাট-সত্তরও না !

থুরথুরে বুড়ো হয়ে

অপরের বোঝা হয়ে মাথা নুয়ে

বাঁচার নেই কোন স্বাধ ।

বাঁচার মত একদিনই বাঁচব, -এই মোর আহলাদ ।।



অন্যায়-অনাচার মুখ বুঝে মেনে,

সত্য-মিথ্যার পার্থক্য করতে জেনে,

তবুও সহ্য করে যাওয়া

অহংকার-অত্যাচারের দুনিয়া ;

ধাতে নেই এসব আমার ।

নত শিরে এক মুহুর্তও ইচ্ছে নেই বাঁচার ।

বাঁচলে বাঁচব নিজের মত,

রেখে শির সমুন্নত ;

সত্য পথে সঠিক মতে

সুন্দরের পথ ধরে অভ্রান্ত নীতিতে,

বাঁচার মত বাঁচতে আমি চাই ।

শতায়ু, দীর্ঘায়ু মোর প্রয়োজন নাই ।।



আনন্দিত চিত্তে আনন্দ বিলিয়ে,

মানবের হৃদয়ে জায়গা করে নিয়ে,

সকলের আশীর্বাদ ধন্য জীবন

পেতে চাই আমি, আমরন ।

না পারি যদি সুখ এনে দিতে,

দুঃখ যেন না দিই কোনমতে,

সকলের সাথে সদ্ভাব রেখে,

বাঁচতে পারি যেন হাসিমুখে,

এই তো চাই ; এ ধরার সংক্ষিপ্ত জীবনে

সকলের একজন হয়ে এই জনারন্যে ।

এভাবেই বাঁচতে চাই এক বছর-

পাঁচ বছর, দশ বিশ চল্লিশ বছর ।

এর চেয়ে বেশী ভীতুর মত

চায় না থাকতে এক মুহুর্ত

কাটাতে নাহি চায়, ধরায় বীরত্ত্বহীন জীবন ।

নত শিরের চেয়ে ভাল শিরচ্ছেদে মরন ।।



কি হবে দীর্ঘায়ু পেয়ে

চুপচাপ সব মুখ বুঝে সয়ে

পৌরুষহীন জীবন কাটিয়ে

কাপুরুষের মত মিনমিনে গলা নিয়ে

অকারনে অন্যের নয়নের নোনা জল ঝরিয়ে

অহেতুক ঝগড়া-বিবাদে জড়িয়ে

বাঁচার কোন ইচ্ছেই আমার নেই ।

দীর্ঘায়ু পেলে জীবন-দর্শন বদলাতে পারে যে কোন সময়েই ।।



বাঁচতে নাহি চায়, এ দুনিয়ায় এক মুহুর্ত-

ভুড়ি বাড়িয়ে অলস ধনীর মত,

কড়া হিসেবী কোন কর্মঠের মত,

মধ্যবিত্তের সচ্ছলতায় তৃপ্ত-

আরেকটু সচ্ছলতার আশাবাদী কর্তার মত,

বুর্জোয়াদের অবহেলায় পীড়িত দিনমজুরের মত,

শোষনের নির্মমতায় পিষ্ট শ্রমিকের মত,

ভ্যাম্পায়ারের মত রক্তশুষা শোষকের মত,

অত্যাচারী-অহংকারী শাসকের মত,

বাঁচতে চাই না আমি

হয়ে নিপাট নির্ঝঞাট শান্তিকামী ।।



বিপ্লবী হয়ে মহামূল্যবান প্রান বিলিয়ে,

সমাজ-সংস্কারে দেশের তরে জীবন দিয়ে,

ঘুনপোকাদের উৎখাতে

নির্দ্বিধায় নিঃশর্তে নিঃশঙ্ক চিত্তে

বাঁচতে আমি চায় ।

সবার জন্য নিজেকে বিলায় ।

বড় স্বাধ মোর সমুন্নত শিরে

সাচ্চা দিলে আপনাকে উজার করে

বিদায় নিতে এ ধরনী হতে ।

চায়- এ জীবনে একবারই মরতে ।

এভাবেই বেঁচে থাকার স্বাধ

এভাবে বাঁচার আহলাদ ।

জীবন তো এইটুকুনই আমার-

বেছে নেয়ার সুযোগ তাই

আসে না বারবার ।।







১১/১১/১২ ইং ।



________######_____________



Coward die many times before there death .

-কাপুরুষেরা মরে বারবার, বীরেরা মরে একবার ।"

বিঃ দ্রঃ নিজেকে এখনো কাপুরুষ মনে করি, সেই শৃংখল ভাঙ্গার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast