বিড়াল তপস্বী
স্বার্থের উগ্র গন্ধ মাদকের ন্যায় - -
আত্মকেন্দ্রিকতার বিষে জর্জরিত সময় এখন
বিভেদে নিজেরা প্রকট হয়ে গেছে
এখনও আশার মাঝে উল্কাপাত দেখি
দেখি ঝড়ের আগুন হুংকার
বসন্তের কোকিল পাতার আড়ালে বসে
একটানা তার সুরে ডেকে যায়
যেটুকু ভালবাসার উৎসব হয়
লোভের শিয়ালে ভাগ করে খায়
ব্যর্থতার পরাস্ত সময় অন্ধকারের মধ্যে
গোপন এক অস্থিরতার বিষন্ন ধুলো ওড়ায় ॥
আত্মকেন্দ্রিকতার বিষে জর্জরিত সময় এখন
বিভেদে নিজেরা প্রকট হয়ে গেছে
এখনও আশার মাঝে উল্কাপাত দেখি
দেখি ঝড়ের আগুন হুংকার
বসন্তের কোকিল পাতার আড়ালে বসে
একটানা তার সুরে ডেকে যায়
যেটুকু ভালবাসার উৎসব হয়
লোভের শিয়ালে ভাগ করে খায়
ব্যর্থতার পরাস্ত সময় অন্ধকারের মধ্যে
গোপন এক অস্থিরতার বিষন্ন ধুলো ওড়ায় ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৮/২০১৮অনেক ভাল
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৮/২০১৮ভালো।
-
মধু মঙ্গল সিনহা ২৪/০৮/২০১৮দারুণ