সব নদী সাগরে মেশে
পেরিয়ে এসেছে উৎস মুখ
শিকড়ের টান এখনও ডাকে - -
আয় ফিরে আয় জন্মস্থানে,
তবু এখন স্রোতেই শুধু ভেসে চলা
নতুন জীবনের অভিযানে - -
উঁচু-নিচু খাতের ভিতর দিয়ে
ভেসে যায়, খড়কুটো স্রোতের খরতায়
সময়ের শাসনে পাল্টায় গতি
বন্ধুর পথ ধরে চলা আঁকা বাঁকা,
জরা ব্যাধির মতো - -
বুকে তার জগদ্দল পাথরের বোঝা
নদী চলতেই থাকে - -
জীবন তার কখনো ছিল না সোজা।
জোয়ারের হাসি কিংবা ভাটার কান্নায়
চিরন্তনতার অভিমুখে
কেবলি সে ছুটে যায়।
মোহনার মায়া কেবলি তাকে ডাকে- -
হাঙ্গর কুমিরের যেখানে বাস
সে জানে প্রকৃতির টানে
রয়েছে দাঁড়িয়ে অপেক্ষমান সর্বনাশ ॥
শিকড়ের টান এখনও ডাকে - -
আয় ফিরে আয় জন্মস্থানে,
তবু এখন স্রোতেই শুধু ভেসে চলা
নতুন জীবনের অভিযানে - -
উঁচু-নিচু খাতের ভিতর দিয়ে
ভেসে যায়, খড়কুটো স্রোতের খরতায়
সময়ের শাসনে পাল্টায় গতি
বন্ধুর পথ ধরে চলা আঁকা বাঁকা,
জরা ব্যাধির মতো - -
বুকে তার জগদ্দল পাথরের বোঝা
নদী চলতেই থাকে - -
জীবন তার কখনো ছিল না সোজা।
জোয়ারের হাসি কিংবা ভাটার কান্নায়
চিরন্তনতার অভিমুখে
কেবলি সে ছুটে যায়।
মোহনার মায়া কেবলি তাকে ডাকে- -
হাঙ্গর কুমিরের যেখানে বাস
সে জানে প্রকৃতির টানে
রয়েছে দাঁড়িয়ে অপেক্ষমান সর্বনাশ ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২১/০৭/২০১৮খুব সুন্দর ...
-
কামরুজ্জামান সাদ ১৫/০৭/২০১৮অনেক ভাল লাগল।সাগরমুখী নদীগুলো উচ্ছলতায় ভরে থাকুক।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৭/২০১৮ভালো।