প্রতিদান
যে উষ্ণতা সহজ লভ্য
ঝোড়ো ঝাপটায় ভেজায় মন
তার মোহময় সংক্রমণ - -
সামুদ্রিক আলোড়ন তুলে
মনের বেলাভূমি ভাসিয়ে দেয়।
আমাদের সুস্থ চেতনার ঘরে
তার অপ্রত্যাশিত কড়া নাড়ায়--
ঘটে যায় দৃশ্যান্তর।
নেশাগ্রস্ত নাবিকের মতো
আশার বুদবুদগুলো অকূল সমুদ্রে
একদিন থেমে গেলে - -
ঝড়ে বিধ্বস্ত পাখি যেন
ফিরে আসে একাকী ঘরে - -
প্রতিদান শুধু ক্লান্তি আর অবসন্নতার ভিতর
মনের আগুনে পুড়ে মরে ॥
ঝোড়ো ঝাপটায় ভেজায় মন
তার মোহময় সংক্রমণ - -
সামুদ্রিক আলোড়ন তুলে
মনের বেলাভূমি ভাসিয়ে দেয়।
আমাদের সুস্থ চেতনার ঘরে
তার অপ্রত্যাশিত কড়া নাড়ায়--
ঘটে যায় দৃশ্যান্তর।
নেশাগ্রস্ত নাবিকের মতো
আশার বুদবুদগুলো অকূল সমুদ্রে
একদিন থেমে গেলে - -
ঝড়ে বিধ্বস্ত পাখি যেন
ফিরে আসে একাকী ঘরে - -
প্রতিদান শুধু ক্লান্তি আর অবসন্নতার ভিতর
মনের আগুনে পুড়ে মরে ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২১/০৭/২০১৮অনবদ্য...
-
বিশ্বামিত্র ১৩/০৭/২০১৮ভালো লাগল।অশেষ ধন্যবাদ।
-
রনি বিশ্বাস ১৩/০৭/২০১৮ভাল লাগলো কবি বন্ধু
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৭/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৭/২০১৮অভাবনীয় সুন্দর উপস্থাপনায় হৃদয় কাড়া শব্দের সমাহার ঘটালেন কবি।
হৃদয় আবির্ভূত হল পাঠে।
শুভকামনা ও অভিনন্দন রেখে গেলামা আপনার জন্য।
ভাল থাকুন। সঙ্গে থাকুন//