চুরি করলে ধরা পড়বেন না
ট্রেনে এক হকার বই বিক্রি করছেন।
হকার: দাদা দেব নাকি একখানা বই?
"চুরি করলে ধরা পড়বেন না"। এই বইটা পড়ে দেখুন, সমস্ত নিয়মাবলী আছে। খুব সহজেই আপনি কৌশল আয়ত্ত করতে পারবেন। মনে করুন আপনার পকেটে কিছু আছে। দাদা পকেটে কি আছে? একটু বলুন।
জনৈক ব্যক্তি : মানি ব্যাগে পাঁচশো টাকা আছে।
হকার : ঠিক আছে। এবার আমার দিকে লক্ষ্য করুন, (কিভাবে নিচ্ছি। ট্রেনটা স্টেশন ছেড়ে চলতে শুরু করেছে)। এই নিলাম। (বলেই, হকার চলন্ত ট্রেন থেকে নিচে লাফ দিল।) দেখলেন তো কিভাবে চলন্ত ট্রেন থেকে লাফ দিলাম, তবে সাবধানে।
জনৈক ব্যক্তি :ও দাদা, আমার মানি ব্যাগটা।
হকার : (হাসতে হাসতে) ধরতে পারবেন না, দাদা। সব নিয়মাবলী বইটায় দেওয়া আছে। মনে রাখবেন, না বলেই নিতে হয় ॥
হকার: দাদা দেব নাকি একখানা বই?
"চুরি করলে ধরা পড়বেন না"। এই বইটা পড়ে দেখুন, সমস্ত নিয়মাবলী আছে। খুব সহজেই আপনি কৌশল আয়ত্ত করতে পারবেন। মনে করুন আপনার পকেটে কিছু আছে। দাদা পকেটে কি আছে? একটু বলুন।
জনৈক ব্যক্তি : মানি ব্যাগে পাঁচশো টাকা আছে।
হকার : ঠিক আছে। এবার আমার দিকে লক্ষ্য করুন, (কিভাবে নিচ্ছি। ট্রেনটা স্টেশন ছেড়ে চলতে শুরু করেছে)। এই নিলাম। (বলেই, হকার চলন্ত ট্রেন থেকে নিচে লাফ দিল।) দেখলেন তো কিভাবে চলন্ত ট্রেন থেকে লাফ দিলাম, তবে সাবধানে।
জনৈক ব্যক্তি :ও দাদা, আমার মানি ব্যাগটা।
হকার : (হাসতে হাসতে) ধরতে পারবেন না, দাদা। সব নিয়মাবলী বইটায় দেওয়া আছে। মনে রাখবেন, না বলেই নিতে হয় ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জানবক্স খান ১৫/০৬/২০২০কঠিন মজার।
-
শাফকাত সাবিল ০৯/০৪/২০২০হুম,দারুণ মজার।বইয়ে বুঝি না বলে চুরি করার নিয়মাবলি দেওয়া ছিলো? কোথা থেকে বলছেন?
-
এইচ আর মুন্না ২৭/১০/২০১৯আমিও এখান থেকে একটু মজা চুরিকরে নিলাম
-
কাজী জহির উদ্দিন তিতাস ০৭/০৭/২০১৯খুব হাসি পাইল।
-
সেলিম রেজা সাগর ১১/০৩/২০১৯হু
-
পরিতোষ ভৌমিক ২ ০৯/০৩/২০১৯পুরনো হলেও নতুন মোরকে ভাল লাগ।
-
Mahfuza Sultana ২৪/১১/২০১৮হা হা ।বুদ্ধি দীপ্ত !
-
সুবীর পাণ্ডে ১৩/১০/২০১৮হা হা হা! খুব মজাদার!
-
সেলিম রেজা সাগর ১০/১০/২০১৮বাহ
-
দীপঙ্কর বেরা ০৬/১০/২০১৮দারুণ দারুণ
হা হা -
খালিদ বিন সিদ্দিক ২৯/০৯/২০১৮হিহিহি
-
সেলিম রেজা সাগর ০৯/০৯/২০১৮হা হা হা
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৬/০৯/২০১৮ha ha ha
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৮/২০১৮বেশ।
-
... ৩০/০৭/২০১৮বেশ!
-
ইবনে মিজান ২৮/০৭/২০১৮বেশ!
-
দীপঙ্কর বেরা ২৮/০৭/২০১৮বেশ মজার
-
সাঁঝের তারা ২১/০৭/২০১৮বেশ মজার - চমৎকার ...
-
জহির রহমান ২০/০৭/২০১৮মজা পেলাম
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৭/২০১৮ধর্ম যন্ত্র
ব্যকুল মনের কল্পনা, ব্যর্থ হবার লাঞ্ছনা।
আবেগের শেষ প্রান্তে, দ্বিমতের বিভ্রান্তে।
পরাজিত প্রাণের গ্লানি, নাভিশ্বাসে টানা ঘানি।
স্বপ্নে ভাসে প্রতিচ্ছবি, আকাশ জুড়ে শোকের রবি।
দুর্বলতার প্রাদুর্ভাব, ক্লান্ত দেহের মহোৎসব।
জর্জরিত বিষণ্ণ, বার্ধক্যে এই তারুণ্য।
বিজ্ঞাপনে চমৎকার, কাকতালীয় রুদ্ধদার।
আসল খোঁজার অধ্যয়ন, ইচ্ছাকৃত সঞ্চালন।
মায়াকান্না ছদ্দবেশ, সহানুভূতি নিরুদ্দেশ।
সয়ে চলা অত্যাচার, গড়ে তোলে অহংকার।
অভ্যন্তরে বক্রতা, প্রাণে প্রাণে হিংস্রতা।
অনুভূতির যন্ত্রণা, আবেগ বেচে প্রার্থনা।
বীণা অশ্রুর ক্রন্দন, স্বার্থসিদ্ধি ততক্ষণ।
মানবতার প্রত্যাহার, দাবীদার আজ প্রশংসার।
আভ্যন্তরীণ কোন্দলে, সামাজিকতা জঙ্গলে।
প্রাধান্য পায় হিংস্রতা, নম্র বেশে নগ্নতা।
অন্তরায় আজ অজস্র, ইচ্ছে করেই বিবস্ত্র।
রুদ্ধ শাস্ত্র আনকোরা, আত্মশুদ্ধি প্রাণ ভরা।
সম্মিলিত মন্ত্রনায়, ধর্ম বর্ণ মূর্ছা যায়।
অত্যাধুনিক যে যন্ত্র, ধর্ম শেখায় সে মন্ত্র।