উদ্দাম জীবন
কলমের ক্লান্তি আসে না - -
সেও জানে ভালবাসা মানে, অপার অনুভূতি - -
বুক জুড়ে তার মায়াবী শব্দের তোলপাড়।
নিদ্রা যেন তার কাছে মৃত পৃথিবীর
বদ্ধ সমাচার ; আকাশের নীলে
ম্লান হয়ে ধুয়ে যাবে সব একদিন - -
ব্যথার গোপন কথা জমে জমে
আকাশ ; ক্ষোভ - অভিমানে আকাশচুম্বী
পর্বত যেন - - তারকাদের মতো
অভিমানে সমুজ্জ্বল - -
পৃথিবীর বুকে আজ কলমের গোপন অভিসার
মৃত্যুহীন জীবন নিয়ে আজ
শব্দেরা ছুটে যায়; সুনিপুন লক্ষ্যের দিকে
টাইফুন কিংবা টর্নেডো তাদের জীবন।
সেও জানে ভালবাসা মানে, অপার অনুভূতি - -
বুক জুড়ে তার মায়াবী শব্দের তোলপাড়।
নিদ্রা যেন তার কাছে মৃত পৃথিবীর
বদ্ধ সমাচার ; আকাশের নীলে
ম্লান হয়ে ধুয়ে যাবে সব একদিন - -
ব্যথার গোপন কথা জমে জমে
আকাশ ; ক্ষোভ - অভিমানে আকাশচুম্বী
পর্বত যেন - - তারকাদের মতো
অভিমানে সমুজ্জ্বল - -
পৃথিবীর বুকে আজ কলমের গোপন অভিসার
মৃত্যুহীন জীবন নিয়ে আজ
শব্দেরা ছুটে যায়; সুনিপুন লক্ষ্যের দিকে
টাইফুন কিংবা টর্নেডো তাদের জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলকানন্দা দে ১১/০৭/২০১৮
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৭/২০১৮অসাধারণ সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৭/২০১৮ভালো।
-
শরিফুল ১০/০৭/২০১৮ভালো লাগলো!
স্বর্ণ বর্ণে লিখছে পদ্য
উষার আকাশ জুড়ে!
বড় ভালো লাগলো।