রাতের ইতিকথা
নিশাচরের ডানায় ভর করে
সমাচ্ছন্ন চেতনার গভীরে
রাত নামে।
কিছু বেওয়ারিশ ভাবনা
নির্ভীক হেঁটে যায়
চোরা গলির পথ ধরে।
বিধ্বস্ত ক্লান্তির আঁধারে
করাল দাঁত বের করে
গিলে খেয়ে নেয়
সময়ের অরক্ষিত ফুল।
বাতাসে ভেসে বেড়ানো
অতৃপ্ত আত্মারা
কঠোর বিদ্রোহে ভাঙে আর
টুকরো টুকরো করে
প্রগাঢ় আঁধার।
রাতের গোপন আতাতে
অন্ধকার চেতনারা
নিজেকে বাজী রাখে
আলোকিত সময়ের উজানে ॥
সমাচ্ছন্ন চেতনার গভীরে
রাত নামে।
কিছু বেওয়ারিশ ভাবনা
নির্ভীক হেঁটে যায়
চোরা গলির পথ ধরে।
বিধ্বস্ত ক্লান্তির আঁধারে
করাল দাঁত বের করে
গিলে খেয়ে নেয়
সময়ের অরক্ষিত ফুল।
বাতাসে ভেসে বেড়ানো
অতৃপ্ত আত্মারা
কঠোর বিদ্রোহে ভাঙে আর
টুকরো টুকরো করে
প্রগাঢ় আঁধার।
রাতের গোপন আতাতে
অন্ধকার চেতনারা
নিজেকে বাজী রাখে
আলোকিত সময়ের উজানে ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর রায় ০৬/০৭/২০১৮সুন্দর লিখেছেন।
-
পি পি আলী আকবর ০৬/০৭/২০১৮ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৭/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৭/২০১৮হৃদয় জুড়ানো অনন্য সুন্দর লেখা।
অনেক ধন্যবাদ জানাই প্রিয় কবিকে।
ভাল থাকুন।