বুঝলে তো এবং হ্যাঁ স্যার
মাস্টার মশাই ক্লাসে পড়াচ্ছেন। মাঝে মাঝে ছেলে মেয়েদের জিজ্ঞাসা করেন, "বুঝলে তো?" ছেলেদের দিক থেকে উত্তর আসে, "হ্যাঁ স্যার"। এমন কিছু ছাত্র আছে যারা "হ্যাঁ স্যার" বলে
দু-এক জন "বুঝলে তো" স্যারের হাত থেকে রেহাই পায়।
একদিন ইতিহাসের ক্লাসে ইতিহাস স্যার ছেলে মেয়েদের "শের শাহের শাসন ব্যবস্থা" খুব ভালো ভাবে বোঝালেন।এর পর একজন ছেলেকে জিজ্ঞাসা করলেন :বুঝলে তো?
ছাত্র :হ্যাঁ স্যার। (খুব আনন্দের সঙ্গে উত্তর দিল।)
শিক্ষক :বাহ বেশ ভালো। বলো তো শের শাহের সময় কে পাট্টা ও কবুলিয়ৎ প্রথা চালু করে ছিলেন?
ছাত্রটি চুপ করে দাঁড়িয়ে থাকে। (শিক্ষক ছাত্রটির কান ধরে বলেন) উত্তরটি প্রশ্নের মধ্যেই আছে।
শিক্ষক :তোমার মতো নির্বোধের দিয়ে কিচ্ছু হবে না। বুঝলে তো!
ছাত্র :হ্যাঁ স্যার।
শিক্ষক খুব রেগে গেলেন) বইপত্তর নিয়ে বেরিয়ে যাও।
ছাত্রটি বইয়ের ব্যাগ নিয়ে বাইরে গিয়ে দাঁড়ায়। শিক্ষক ছাত্রটির ঘাড় ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিয়ে বলেন, কান ধরে দাঁড়া।
ছাত্রটি নিচে নেমে সুবোধ বালকের মতো কান ধরে দাঁড়ায়।
শিক্ষক আরো রেগে গিয়ে বলেন) এখান থেকে দূর হও, তোমাকে কোনো কম্মে লাগবে না গাধা কোথাকার, বুঝলে তো!
ছাত্র : হ্যাঁ স্যার।
দু-এক জন "বুঝলে তো" স্যারের হাত থেকে রেহাই পায়।
একদিন ইতিহাসের ক্লাসে ইতিহাস স্যার ছেলে মেয়েদের "শের শাহের শাসন ব্যবস্থা" খুব ভালো ভাবে বোঝালেন।এর পর একজন ছেলেকে জিজ্ঞাসা করলেন :বুঝলে তো?
ছাত্র :হ্যাঁ স্যার। (খুব আনন্দের সঙ্গে উত্তর দিল।)
শিক্ষক :বাহ বেশ ভালো। বলো তো শের শাহের সময় কে পাট্টা ও কবুলিয়ৎ প্রথা চালু করে ছিলেন?
ছাত্রটি চুপ করে দাঁড়িয়ে থাকে। (শিক্ষক ছাত্রটির কান ধরে বলেন) উত্তরটি প্রশ্নের মধ্যেই আছে।
শিক্ষক :তোমার মতো নির্বোধের দিয়ে কিচ্ছু হবে না। বুঝলে তো!
ছাত্র :হ্যাঁ স্যার।
শিক্ষক খুব রেগে গেলেন) বইপত্তর নিয়ে বেরিয়ে যাও।
ছাত্রটি বইয়ের ব্যাগ নিয়ে বাইরে গিয়ে দাঁড়ায়। শিক্ষক ছাত্রটির ঘাড় ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিয়ে বলেন, কান ধরে দাঁড়া।
ছাত্রটি নিচে নেমে সুবোধ বালকের মতো কান ধরে দাঁড়ায়।
শিক্ষক আরো রেগে গিয়ে বলেন) এখান থেকে দূর হও, তোমাকে কোনো কম্মে লাগবে না গাধা কোথাকার, বুঝলে তো!
ছাত্র : হ্যাঁ স্যার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জানবক্স খান ০৪/০৭/২০২০বুঝলাম স্যার!
-
এইচ আর মুন্না ২৭/১০/২০১৯লেখক- মজা পেয়েছেন তো?
পাঠক- হ্যাঁ স্যার। -
কাজী জহির উদ্দিন তিতাস ০৭/০৭/২০১৯দারুন
-
জসিম বিন ইদ্রিস ২৪/০৪/২০১৯সঠিক স্থানে সঠিক বাক্য প্রয়োগ সময়ের দাবি...
-
সেলিম রেজা সাগর ১৮/০৪/২০১৯এগিয়ে চলুন
-
সেলিম রেজা সাগর ১১/০৩/২০১৯দার্শনিক
-
খালিদ বিন সিদ্দিক ২৯/০৯/২০১৮হ স্যযার
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৬/০৯/২০১৮
-
ন্যান্সি দেওয়ান ০৪/০৯/২০১৮Besh valo..
-
... ৩০/০৭/২০১৮জ্বী স্যার , বুঝেছি!!
-
জহির রহমান ২০/০৭/২০১৮হ্যাঁ স্যার
-
ইবনে মিজান ০৯/০৭/২০১৮বেশতো
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৭/২০১৮শেষটা ভালো হয়নি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৭/২০১৮বেশ লাগল