মানুষের ভয়ে
বাঘ কিংবা সিংহ ধরে
রাখছে খাঁচায় আদর করে
আজব রকম নেশার ঝোঁকে
কত রঙ্গ দেখছে লোকে।
মানুষ তবু দারুণ ভাবে
বড় অসহায়,
খিদে পেলেই ইচ্ছে মতো
মানুষ ধরে খায়।
অন্ধকারের স্বপ্নগুলো
উড়িয়ে দিয়ে পথের ধুলো
ঘরের মায়া যাচ্ছে ছাড়ি
দূর অজানায় দিচ্ছে পাড়ি
ভয়ে কেহ প্রাণ বাঁচাতে
পালিয়ে যাচ্ছে বনে,
বন্ধু হয়ে মিশে থাকে
বাঘ-সিংহের সনে।
রাখছে খাঁচায় আদর করে
আজব রকম নেশার ঝোঁকে
কত রঙ্গ দেখছে লোকে।
মানুষ তবু দারুণ ভাবে
বড় অসহায়,
খিদে পেলেই ইচ্ছে মতো
মানুষ ধরে খায়।
অন্ধকারের স্বপ্নগুলো
উড়িয়ে দিয়ে পথের ধুলো
ঘরের মায়া যাচ্ছে ছাড়ি
দূর অজানায় দিচ্ছে পাড়ি
ভয়ে কেহ প্রাণ বাঁচাতে
পালিয়ে যাচ্ছে বনে,
বন্ধু হয়ে মিশে থাকে
বাঘ-সিংহের সনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৭/২০১৮সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৭/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৭/২০১৮দারুণ লেগেছে
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/০৭/২০১৮অনুভূতির ছোঁয়া বিকশিত ।
হইলো মন এতে সুবাসিত ।