দেবতা
মিথ্যা প্রতিশ্রুতির ভিতর
কেমন চক্চক্ করছে
তোমার বিশ্বস্ত শরীর।
এই ছাইরঙা জীবগুলো
তোমার স্বপ্নের ফসল।
অথচ ওরা জানেই না
তোমাকে কেন পূজা করে!
কেমন চক্চক্ করছে
তোমার বিশ্বস্ত শরীর।
এই ছাইরঙা জীবগুলো
তোমার স্বপ্নের ফসল।
অথচ ওরা জানেই না
তোমাকে কেন পূজা করে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৬/২০১৮মূল্যবান কথামালা
-
সাইদ খোকন নাজিরী ২৯/০৬/২০১৮যদিও নাতিদীর্ঘ-ভিতরে তার মহাদূর্গ।