ভালবাসা
তুমি চেয়েছিলে বলেই
আমি এখনো রোদ
শরীর জুড়ে ইচ্ছার আগুন,
তুমি বৃষ্টি হবে বলে
মেঘের শরীর নিয়ে
কেবলি আস্ফালনে ভেঙেছ আকাশ -
তবু এখনো কোনো কথা রাখনি।
ভালবাসার নাগরিকত্ব পাওয়ার জন্য
বছরের পর বছর ধরে
অপেক্ষার সিঁড়ি পেরিয়ে পেরিয়ে
অপেক্ষার উপত্যকার প্রান্তে এসেও
তোমার হৃদয়ে এখনও প্রবাসী।
এসব তোমার কাছে পদ্মপাতায় জল।
আমার অনুভবে তুমি কেবলি
তৃষার্ত চাতকের উৎকন্ঠিত ক্লান্তি
তবু, কখনো বৃষ্টি হতে পারোনি।
আমি এখনো রোদ
শরীর জুড়ে ইচ্ছার আগুন,
তুমি বৃষ্টি হবে বলে
মেঘের শরীর নিয়ে
কেবলি আস্ফালনে ভেঙেছ আকাশ -
তবু এখনো কোনো কথা রাখনি।
ভালবাসার নাগরিকত্ব পাওয়ার জন্য
বছরের পর বছর ধরে
অপেক্ষার সিঁড়ি পেরিয়ে পেরিয়ে
অপেক্ষার উপত্যকার প্রান্তে এসেও
তোমার হৃদয়ে এখনও প্রবাসী।
এসব তোমার কাছে পদ্মপাতায় জল।
আমার অনুভবে তুমি কেবলি
তৃষার্ত চাতকের উৎকন্ঠিত ক্লান্তি
তবু, কখনো বৃষ্টি হতে পারোনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৭/২০১৮
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৫/০৬/২০১৮অপেক্ষাটাই তো কবিতার সৃষ্টি ।
ঝরবে একসময় ভালোবাসার বৃষ্টি ।
ধন্যবাদ কবিকে । -
কে. পাল ২৫/০৬/২০১৮Sundor
-
সাইদ খোকন নাজিরী ২৫/০৬/২০১৮বেশ সুন্দর।
কবির জন্য শুভকামনা রইল।