পড়াশুনা
বাবা :বলেছি, যখন পড়বি শব্দ করেই পড়বি, রবি ।
রবি :শব্দ করে পড়তে আমার ভয় করে ।
বাবা :পাশের বাড়ির লিলি, মণি ওরা তো সবাই শব্দ করে পড়ে।
ওদের তো কিছু হয় না। যা বলেছি তাই করবি যা গিয়ে পড়।
(কিছুক্ষণ পর পাশের ঘর থেকে দুমদাম শব্দ আসতে লাগলো।
বাবা চমকে উঠলেন।)
বাবা :কি রে রবি, অতজোরে কিসের শব্দ হচ্ছে?
রবি: বাবা, আমার পড়ার শব্দ।
বাবা :তা বলে দুমদাম শব্দ হবে!
রবি :তুমিই তো বললে শব্দ করে পড়।
******
রবি :শব্দ করে পড়তে আমার ভয় করে ।
বাবা :পাশের বাড়ির লিলি, মণি ওরা তো সবাই শব্দ করে পড়ে।
ওদের তো কিছু হয় না। যা বলেছি তাই করবি যা গিয়ে পড়।
(কিছুক্ষণ পর পাশের ঘর থেকে দুমদাম শব্দ আসতে লাগলো।
বাবা চমকে উঠলেন।)
বাবা :কি রে রবি, অতজোরে কিসের শব্দ হচ্ছে?
রবি: বাবা, আমার পড়ার শব্দ।
বাবা :তা বলে দুমদাম শব্দ হবে!
রবি :তুমিই তো বললে শব্দ করে পড়।
******
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ জানা ১৬/০৬/২০২০হুম!
-
নাসরীন আক্তার রুবি ২৫/০৫/২০১৯ভালো লাগলো।
-
সেলিম রেজা সাগর ২৪/০৩/২০১৯সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৮/২০১৮ভাল।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৬/২০১৮বেশ কৌতুক।
-
এমরান হোসেন ২০/০৬/২০১৮বাহ দারুণ গল্প