বোধ
প্রত্যাশার বাইরে দাঁড়িয়ে ছিল
এক অপ্রত্যাশিত ইচ্ছার ঝড় ;
যেন অস্তিত্বকে নাড়া দেওয়া
হৃদয়ের আকাশ জুড়ে বিদ্যুতের খেলা।
নিঃসঙ্গ নিস্তব্ধতার মধ্যে কোথাও -
একটা বিরাট জিজ্ঞাসা চিহ্ন
সমস্ত কৌতুহলকে আচ্ছন্ন করে
ইচ্ছার নদীতে ভাসিয়ে দিল
হতাশার শব ;যেন নিয়ে গেল
অন্ধকার ইতিহাসের ভিতর।
আলোক বিভাজন রেখার সুক্ষতার মতো
এক তীক্ষ্ণ জীবনবোধ
বোধের গভীর থেকে এনে দিলো
বেঁচে থাকার প্রকৃত রসদ।
এক অপ্রত্যাশিত ইচ্ছার ঝড় ;
যেন অস্তিত্বকে নাড়া দেওয়া
হৃদয়ের আকাশ জুড়ে বিদ্যুতের খেলা।
নিঃসঙ্গ নিস্তব্ধতার মধ্যে কোথাও -
একটা বিরাট জিজ্ঞাসা চিহ্ন
সমস্ত কৌতুহলকে আচ্ছন্ন করে
ইচ্ছার নদীতে ভাসিয়ে দিল
হতাশার শব ;যেন নিয়ে গেল
অন্ধকার ইতিহাসের ভিতর।
আলোক বিভাজন রেখার সুক্ষতার মতো
এক তীক্ষ্ণ জীবনবোধ
বোধের গভীর থেকে এনে দিলো
বেঁচে থাকার প্রকৃত রসদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরণ্যক আরাধ্য ২৪/০৬/২০১৮ভালো লাগলো অপূর্ব আচ্ছন্নতা আর জীবনবোধ।
-
সাইদ খোকন নাজিরী ২৩/০৬/২০১৮মনের সব টুকু ভালবাসা ফেলে দিলাম কবির লিখনীতে।
-
শ.ম. শহীদ ২০/০৬/২০১৮অসাধারণ!
সুন্দর বোধের উপস্থাপন।
অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবিকে। -
Shafi md Omar Faruq ২০/০৬/২০১৮ওনেক সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৮/০৬/২০১৮ওহ!
দারুণ থিমে কাজ করা..... -
সাইয়িদ রফিকুল হক ১৭/০৬/২০১৮sundor