হাত
রাতের অন্ধকার ভেদ করে
জানালায় ভেসে এল হঠাৎ
একখানা অপ্রত্যাশিত হাত-
কার! ভালোবাসার না প্রতিহিংসার?
প্রস্তুত রেখেছি নিজেকে
আর কয়েক মুহূর্তেই
সেই অমোঘ সত্য উদ্ঘাটন।
হয়তো মৃত্যু
নয়তো নিজেকে নতুন করে পাওয়ার ;
কার হাত? ওটা কার!
জানালায় ভেসে এল হঠাৎ
একখানা অপ্রত্যাশিত হাত-
কার! ভালোবাসার না প্রতিহিংসার?
প্রস্তুত রেখেছি নিজেকে
আর কয়েক মুহূর্তেই
সেই অমোঘ সত্য উদ্ঘাটন।
হয়তো মৃত্যু
নয়তো নিজেকে নতুন করে পাওয়ার ;
কার হাত? ওটা কার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২০/০৬/২০১৮কঠিন প্রশ্ন। খুব ভাল
-
Shafi md Omar Faruq ২০/০৬/২০১৮বেশ দারুণ
-
পি পি আলী আকবর ১৯/০৬/২০১৮দারুণ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৬/২০১৮কবিতা তার ছন্দের হাত বাড়িয়ে দিয়েছে হয়তো!!!!!
-
মীর মুহাম্মাদ আলী ১৭/০৬/২০১৮দারুন