ইচ্ছে ডানা
এতটা সহ্য যখন করেছো
ধৈর্য্যের বাঁধ ভাঙতে বসেছে জেনে
কেন থাকবে চুপ করে !
মনের ইচ্ছে ডানা মেলার
তবে মিথ্যের বোঝা বয়ে কি লাভ!
নতুন স্বাদ, নতুন উপলব্ধি ভিতর
আলোকিত দিশার সন্ধান পেয়ে
ভিতরে ভিতরে গর্জন কোরো না আর ;
সমাজ সংসার সবই তো মানুষের গড়া
মনের পায়ে বাঁধা বেড়ি ছিঁড়ে
চলে যাও প্রত্যাশিত ইচ্ছার ভিতর।
এই একটাই জীবন জেনে
প্রিয়তম ইচ্ছার শরীর ভরিয়ে দাও
সুখ-শান্তির মোহনীয় আবেশ আর
ভুলে যাও অতীত কথা
যেখানে জন্ম দাগ ছুঁয়ে ছিল।
ধৈর্য্যের বাঁধ ভাঙতে বসেছে জেনে
কেন থাকবে চুপ করে !
মনের ইচ্ছে ডানা মেলার
তবে মিথ্যের বোঝা বয়ে কি লাভ!
নতুন স্বাদ, নতুন উপলব্ধি ভিতর
আলোকিত দিশার সন্ধান পেয়ে
ভিতরে ভিতরে গর্জন কোরো না আর ;
সমাজ সংসার সবই তো মানুষের গড়া
মনের পায়ে বাঁধা বেড়ি ছিঁড়ে
চলে যাও প্রত্যাশিত ইচ্ছার ভিতর।
এই একটাই জীবন জেনে
প্রিয়তম ইচ্ছার শরীর ভরিয়ে দাও
সুখ-শান্তির মোহনীয় আবেশ আর
ভুলে যাও অতীত কথা
যেখানে জন্ম দাগ ছুঁয়ে ছিল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরণ্যক আরাধ্য ২৪/০৬/২০১৮
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৬/২০১৮ইচ্ছেডানা খুব স্বাধীন।
-
মীর মুহাম্মাদ আলী ১৭/০৬/২০১৮সুন্দর।
-
পবিত্র চক্রবর্তী ১৬/০৬/২০১৮খুব ভালো
দারুণ...।