মনের খবর
উঠলো হাওয়া
ছুটলো মন
বলছে সবাই উন্নয়ন।
কেমন আছিস মন!
বলছে ওরা
এটাই ফাগুন
তুমি দেখছো জ্বলছে আগুন।
কেমন আছিস মন!
অভাবটাকে হজম করে
ভাগ্যটাকে মুঠোয় ধরে
ছুটছে জনগণ।
কেমন আছিস মন!
নেশার ঘোরে ঘুমিয়ে রেখে
যৌবনকে বলছে ডেকে
দেশের সম্পদ এখন।
কেমন আছিস মন!
এমনি করে চলবে সব
কেউ কোরো না কলরব
পাহারা আছে সারাক্ষন।
কেমন আছিস মন।
ছুটলো মন
বলছে সবাই উন্নয়ন।
কেমন আছিস মন!
বলছে ওরা
এটাই ফাগুন
তুমি দেখছো জ্বলছে আগুন।
কেমন আছিস মন!
অভাবটাকে হজম করে
ভাগ্যটাকে মুঠোয় ধরে
ছুটছে জনগণ।
কেমন আছিস মন!
নেশার ঘোরে ঘুমিয়ে রেখে
যৌবনকে বলছে ডেকে
দেশের সম্পদ এখন।
কেমন আছিস মন!
এমনি করে চলবে সব
কেউ কোরো না কলরব
পাহারা আছে সারাক্ষন।
কেমন আছিস মন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ১৪/০৬/২০১৮ভাল বলতে কোন কার্পণ্য করতে পারলামনা।অসাধারণ।
-
ইবনে মিজান ১৩/০৬/২০১৮বেশ ভালো
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/০৬/২০১৮সাংঘাতিক ভাল একটি কবিতা।