মানুষ মানুষের জন্য
মানুষ মানুষকে মুরগি করে
ডিম পাড়ায়
ডিমে তা দিয়ে বাচ্চা তোলায়
বাচ্চা বড় করায়
তাকেও ডিম পাড়ায়
এভাবে বংশ পরম্পরায় -
মানুষ - মুরগির ব্যবসা করে
মাংস খায়।
এইসব পরভোজী মানুষেরা
এমনি করে বংশ পরম্পরায়
মানুষের মাথায় বসে থেকে
মানুষের মর্জ্জা শুষে খায়।।
ডিম পাড়ায়
ডিমে তা দিয়ে বাচ্চা তোলায়
বাচ্চা বড় করায়
তাকেও ডিম পাড়ায়
এভাবে বংশ পরম্পরায় -
মানুষ - মুরগির ব্যবসা করে
মাংস খায়।
এইসব পরভোজী মানুষেরা
এমনি করে বংশ পরম্পরায়
মানুষের মাথায় বসে থেকে
মানুষের মর্জ্জা শুষে খায়।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ১২/০৬/২০১৮অনবদ্য
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১২/০৬/২০১৮সত্যিই তাই ..........
-
পবিত্র চক্রবর্তী ১২/০৬/২০১৮হুম এটাই নিয়ম এই জগতের ।