আকুতি
নখগুলো কেটে ফেলেছি এবার
মানুষের পাশে থাকতে চাই
মানুষ বড় সৌখিন
কোমল আর অনুভূতিপ্রবণ।
জঙ্গলের সভ্যতা থেকে
মুখ ঘুরিয়ে নিয়েছে সবাই,
নিজেকে বড় একা লাগছে
করুণার দৃষ্টি থেকে ঝরছে বর্ষা।
এবার আমাকে মানুষ করে দাও
আমি মানুষ হতে চাই
মানুষের পাশে থাকার জন্য
আমার আমিকে তুলে দিলাম
মানুষের হাতে।
মানুষের পাশে থাকতে চাই
মানুষ বড় সৌখিন
কোমল আর অনুভূতিপ্রবণ।
জঙ্গলের সভ্যতা থেকে
মুখ ঘুরিয়ে নিয়েছে সবাই,
নিজেকে বড় একা লাগছে
করুণার দৃষ্টি থেকে ঝরছে বর্ষা।
এবার আমাকে মানুষ করে দাও
আমি মানুষ হতে চাই
মানুষের পাশে থাকার জন্য
আমার আমিকে তুলে দিলাম
মানুষের হাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর পাণ্ডে ০৮/০৬/২০১৮সুন্দর অনুভবের প্রকাশ!
-
সাইদ খোকন নাজিরী ০৮/০৬/২০১৮অসাধারণ লিখনী
হৃদয়ে মারে ঝাকুনি! -
রবিউল হাসান ০৮/০৬/২০১৮অসাধারন ভাবনার বহি:প্রকাশ।খুবই ভালো লাগলো।