জিজ্ঞাসা
নিরাপত্তাহীনতার মধ্যে
এমন সুকোমল অনুভূতি
হাত বাড়ায় কোথায়--
নিরাপত্তা নাকি অনিশ্চয়তা
উত্তরের পর উত্তর
প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে
দ্বর্থক এক ভাষা
একটা নিষ্পাপ জিজ্ঞাসা।।
এমন সুকোমল অনুভূতি
হাত বাড়ায় কোথায়--
নিরাপত্তা নাকি অনিশ্চয়তা
উত্তরের পর উত্তর
প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে
দ্বর্থক এক ভাষা
একটা নিষ্পাপ জিজ্ঞাসা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর পাণ্ডে ০৮/০৬/২০১৮জিজ্ঞাসাটা দারুণ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৬/২০১৮অল্প কথার অনেক মানে।
-
রবিউল হাসান ০৭/০৬/২০১৮এই জিজ্ঞাসাটা সকলের।তবে সবাই নিরাপত্তা কামনা করে_অনিশ্চয়তা নয়।
-
সাইদ খোকন নাজিরী ০৭/০৬/২০১৮যে ভাবে লেগে অছেন সেভাবেই লেগে থাকেন।
-
পবিত্র চক্রবর্তী ০৭/০৬/২০১৮বেশ মজবুত এবং অর্থবহ ॥
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/০৬/২০১৮দারুণ >>>>