শুভেচ্ছা
শুভেচ্ছার ফুল
অতিথির হাতে দিতেই
গোলাপের চোখ ফেটে
টপটপ ঝরে জল।
বেদনার ফুল হয়
জ্বলে ওঠে চোখ,
নিরুপায় চেয়ে থাকে
আর বলে
তোমাদের ভালো হোক।।
অতিথির হাতে দিতেই
গোলাপের চোখ ফেটে
টপটপ ঝরে জল।
বেদনার ফুল হয়
জ্বলে ওঠে চোখ,
নিরুপায় চেয়ে থাকে
আর বলে
তোমাদের ভালো হোক।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর পাণ্ডে ০৮/০৬/২০১৮এইটা দারুণ! দারুণ!
-
রবিউল হাসান ০৭/০৬/২০১৮অল্প কথায় বিস্তর ভাবনা।বেশ ভালো।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/০৬/২০১৮অবেগপূর্ণ!!!
-
আরিফ নীরদ ০৬/০৬/২০১৮টপটপ ঝরে জল।ভালো লাগায় পূর্ণ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৬/২০১৮কি মধুর লাগল!