টান
যাবো যাবো করে
আর যাওয়া হয়ে ওঠে কই!
যাওয়া একান্তই প্রয়োজন ছিল
খুব সকাল সকাল সন্ধ্যা নামে
ভোরবেলা শীত পড়ে প্রচণ্ড
ওরা কে কেমন আছে
কোনো খবর পাওয়ার সুযোগ নেই
যাওয়া একান্তই প্রয়োজন জেনেও
কোনো ভাবেই সুযোগ হয় না।
ফেলে আসা দিনগুলির খবর নিই
মনের ভিতর তাকিয়ে দেখি
বদলে গেছে রাস্তা, মানুষজন
বাড়ি পুকুর-জমির সীমানাও
এখন চিনে ওঠা কঠিন,
হাতের চালুর মতো চেনা দৃশ্যগুলো
মিলিয়ে গেছে কোথায়
তবু শিকড়ের মধ্যে আশার আলো জ্বলে
ভিতরে ভিতরে খবর পাই
একবার যেন দেখে আসি
ফেলে আসা বিবর্ণ স্মৃতি ।।
আর যাওয়া হয়ে ওঠে কই!
যাওয়া একান্তই প্রয়োজন ছিল
খুব সকাল সকাল সন্ধ্যা নামে
ভোরবেলা শীত পড়ে প্রচণ্ড
ওরা কে কেমন আছে
কোনো খবর পাওয়ার সুযোগ নেই
যাওয়া একান্তই প্রয়োজন জেনেও
কোনো ভাবেই সুযোগ হয় না।
ফেলে আসা দিনগুলির খবর নিই
মনের ভিতর তাকিয়ে দেখি
বদলে গেছে রাস্তা, মানুষজন
বাড়ি পুকুর-জমির সীমানাও
এখন চিনে ওঠা কঠিন,
হাতের চালুর মতো চেনা দৃশ্যগুলো
মিলিয়ে গেছে কোথায়
তবু শিকড়ের মধ্যে আশার আলো জ্বলে
ভিতরে ভিতরে খবর পাই
একবার যেন দেখে আসি
ফেলে আসা বিবর্ণ স্মৃতি ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সামিন শুভ ০৪/০৬/২০১৮ভালোবাসা রইল
-
সাইদ খোকন নাজিরী ০১/০৬/২০১৮বেশ সুন্দর!
-
রবিউল হাসান ০১/০৬/২০১৮অসাধারন।মন ছুঁয়ে গেল।