দুটো মুখ
দুটো মুখ সামনে পিছনে
একটা অন্ধকার অন্যটা আলো
আলোর মুখ ফুঁড়ে অন্ধকার জাগলে
সুতীব্র চিৎকারে হাসে হায়নার মুখ
তীক্ষ্ণ নখরে জ্বলে কঠিন শত্রুতা
সমস্ত শরীর ভরে মেখে নেয় অন্ধকার
কেউটে বিষের তীব্র জ্বালা
ভরে দেয় আলোর মুখে
সরলতা ,নীতিবোধ,বিশ্বাস ভেঙে যায়
কুশলী ইঙ্গিতে ঢাকা পড়ে স্বচ্ছতা
দুটো মুখ মিশে যায় ফুটে ওঠে কপটতা ॥
একটা অন্ধকার অন্যটা আলো
আলোর মুখ ফুঁড়ে অন্ধকার জাগলে
সুতীব্র চিৎকারে হাসে হায়নার মুখ
তীক্ষ্ণ নখরে জ্বলে কঠিন শত্রুতা
সমস্ত শরীর ভরে মেখে নেয় অন্ধকার
কেউটে বিষের তীব্র জ্বালা
ভরে দেয় আলোর মুখে
সরলতা ,নীতিবোধ,বিশ্বাস ভেঙে যায়
কুশলী ইঙ্গিতে ঢাকা পড়ে স্বচ্ছতা
দুটো মুখ মিশে যায় ফুটে ওঠে কপটতা ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৫/২০১৮অসাধারণ লাগল।
-
রবিউল হাসান ৩০/০৫/২০১৮অসাধারন কাব্য।এখন মুখ চেনা বড় দায়।
-
শাফিউল কায়েস ৩০/০৫/২০১৮অনেক সুন্দর
-
জয় দেবনাথ ৩০/০৫/২০১৮বাহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৫/২০১৮ভালো লাগলো।