তুমি
ক্লান্তি নিয়ে দুশ্চিন্তারা নিশি জাগলে
সহানুভূতির নরম হিমেল হাত
ছুঁইয়ে দাও ওদের বুকে
ঘুম পাড়াও রমনীয় সুখে,
আর ফুলের মতো সাজিয়ে রাখা
আমার ক্লান্তিহীন ইচ্ছেদের জন্য-
যুদ্ধ জয়ের জীবন-গাথা শোনাও
যেন তারা বড় হয়
সংগ্রাম মুখর জীবনের ভিতর থেকে
তোমার হাত ধরে-
জয়-পরাজয়ের ন্যাক্কার ঘটনা দেখে
ঘেন্নার থুথু ফেলে আর
তিক্ত জীবনবোধ থেকে
যখন ক্লান্ত হয়ে পড়ে
ওদের বাঁচিয়ে রাখার জন্য
বিনিদ্র রাখো সারাজীবন ॥
সহানুভূতির নরম হিমেল হাত
ছুঁইয়ে দাও ওদের বুকে
ঘুম পাড়াও রমনীয় সুখে,
আর ফুলের মতো সাজিয়ে রাখা
আমার ক্লান্তিহীন ইচ্ছেদের জন্য-
যুদ্ধ জয়ের জীবন-গাথা শোনাও
যেন তারা বড় হয়
সংগ্রাম মুখর জীবনের ভিতর থেকে
তোমার হাত ধরে-
জয়-পরাজয়ের ন্যাক্কার ঘটনা দেখে
ঘেন্নার থুথু ফেলে আর
তিক্ত জীবনবোধ থেকে
যখন ক্লান্ত হয়ে পড়ে
ওদের বাঁচিয়ে রাখার জন্য
বিনিদ্র রাখো সারাজীবন ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস এম আলমগীর হোসেন ২৯/০৫/২০১৮খুব সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৫/২০১৮দারুন।
-
ফাহিম খান ২৯/০৫/২০১৮সুন্দর হয়েছে।