সভ্যতা
লজ্জা ঢেকেছি পোষাকে
লজ্জা আমার লজ্জা তোমার
হাজার বছরের লজ্জা-
ঢেকে রাখি পোষাকের আড়ালে',
তবু ভিতরের অন্ধকার থেকে
বিষদাঁত বের করে
আমারি লজ্জা আমাকে কামড়ে ধরে ॥
লজ্জা আমার লজ্জা তোমার
হাজার বছরের লজ্জা-
ঢেকে রাখি পোষাকের আড়ালে',
তবু ভিতরের অন্ধকার থেকে
বিষদাঁত বের করে
আমারি লজ্জা আমাকে কামড়ে ধরে ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৮/০৫/২০১৮ভালো ভাবনা
-
পবিত্র চক্রবর্তী ২৮/০৫/২০১৮ভালো লাগলো এবং পরের বার এর থেকেও ভালো কবিতা আশা করবো