লোকটা
কঠিন পাথুরে রোদ
লোকটা রক্ত জল করে খাটছে ,
ক্লান্তিহীন সময় ধরে
তার দায়বদ্ধ জীবন;
বাবার হাত ধরে একদিন
তার পথচলা শুরু
তারপর---
তার হাত ধরে পুত্রও ।
জীবনের আলাদা কোন মানে
সে জানে না ॥
লোকটা রক্ত জল করে খাটছে ,
ক্লান্তিহীন সময় ধরে
তার দায়বদ্ধ জীবন;
বাবার হাত ধরে একদিন
তার পথচলা শুরু
তারপর---
তার হাত ধরে পুত্রও ।
জীবনের আলাদা কোন মানে
সে জানে না ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৫/২০১৮পরিশ্রম আমাদের জীবনের অংশ।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০৫/২০১৮ভাগ্যের নির্মম চাকায় পিষ্ঠ
-
সাইদ খোকন নাজিরী ২৭/০৫/২০১৮এরি নাম নিয়তি! খুব ভাল লিখেছেন।