www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলোর ঢেউ

মাঝে মাঝে শূন্যতা থেকে
নেমে আসে প্রতিবাদের ঢেউ ।

চেতনার আর একনাম প্রতিবাদ ।

সকালের নির্মল সূর্যের মতো
জীবনের একান্ত রসদ যেন
অসহায় মানুষ খুঁজে পায়।
তরুণ সূর্য আশার আলো জ্বেলে
যে দিশার সূচনা করে
তার পথ ধরে আবার
ফিরে আসে হতাশ জীবন ।

চারিদিকে উদাত্ত বিপ্লবী ঢেউ
যৌবনের গাঢ় উদ্মাদনা
করাল-কুটিল দাগ মুছে-
ভরে দেয় শুভ্র উদার চেতনা ॥
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সামিন শুভ ০৪/০৬/২০১৮
    অসাধারণ
    • তরুণ কান্তি ০৮/০৬/২০১৮
      প্রিয় কবিবন্ধু , খুব ভালো লাগলো।
      আন্তরিক অভিনন্দন রইল । উৎসাহ পেলাম। ভাল থাকুন ।সঙ্গে থাকুন সবসময়
  • ফাহিম খান ২৬/০৫/২০১৮
    মুগ্ধ হলাম
  • ভাল ভাল ভাল
    যেমন আধাঁরে হঠাৎ জ্বলে উঠল আলো
  • অসাধারণ।
    ধন্যবাদ।
    • তরুণ কান্তি ২৮/০৫/২০১৮
      আন্তরিক অভিনন্দন রইল ।পাশে থাকুন ।
      • অবশ্যই।
        • তরুণ কান্তি ৩১/০৫/২০১৮
          পাশে থাকুন সব সময় :
  • ভালো।
 
Quantcast