অভাব
যে মানুষটা কঠোর শ্রম বিক্রি করে
অন্যদের জন্য কিনে আনতো
আয়েশের সুখ-স্বাচ্ছন্দ্য
বুক চিতিয়ে যে মানুষটা-
সংগ্রাম করতো মৃত্যুর বিরূদ্ধে
তার জীবন-কথা শোনার মতো
প্রয়োজন বোধ করেনি কেউ;
অন্যদের চাহিদা মেটাতে
সঁপেছিল নিজের জীবন,
জীবনে চলার পথে হঠাৎ
খবর এসে পৌঁছালো
মানুষটা আর নেই ।
এতদিন পর সবাই বুঝলো
মানুষটার বড় অভাব ।
অন্যদের জন্য কিনে আনতো
আয়েশের সুখ-স্বাচ্ছন্দ্য
বুক চিতিয়ে যে মানুষটা-
সংগ্রাম করতো মৃত্যুর বিরূদ্ধে
তার জীবন-কথা শোনার মতো
প্রয়োজন বোধ করেনি কেউ;
অন্যদের চাহিদা মেটাতে
সঁপেছিল নিজের জীবন,
জীবনে চলার পথে হঠাৎ
খবর এসে পৌঁছালো
মানুষটা আর নেই ।
এতদিন পর সবাই বুঝলো
মানুষটার বড় অভাব ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ২৫/০৫/২০১৮ভাবার্থ ভাল
-
পবিত্র চক্রবর্তী ২৫/০৫/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৫/২০১৮খুব ভাল লাগল।