শব্দেরা এখন
নিস্তব্ধ রাত্রির বুক জুড়ে
ঘুটঘুটে অন্ধকারের চাদর বিছানো,
বুকের ভিতরের নিসঙ্গতার মতো
রাত্রিও নিদারুণ অস্বহায় ।
বিনিদ্র দু-একটা শব্দ
রাতের নিস্তব্ধতা ভেদ করে
হঠাৎ আমার পাশে এসে থামে,
এভাবে একটার পর একটা শব্দ
আমাকে ঘিরে ধরে ।
মাঝে মাঝে বিকট শব্দ ওঠে
উচ্ছৃঙ্খল শব্দের শরীর থেকে ।
অন্ধকারের ভিতর যেন
বাঘের গ্রাসে অস্বহায় হরিণ,
আমার আমিকে ঘিরে ধরে
শব্দেরা তান্ডব চালাতে চায় ।
ঘুটঘুটে অন্ধকারের চাদর বিছানো,
বুকের ভিতরের নিসঙ্গতার মতো
রাত্রিও নিদারুণ অস্বহায় ।
বিনিদ্র দু-একটা শব্দ
রাতের নিস্তব্ধতা ভেদ করে
হঠাৎ আমার পাশে এসে থামে,
এভাবে একটার পর একটা শব্দ
আমাকে ঘিরে ধরে ।
মাঝে মাঝে বিকট শব্দ ওঠে
উচ্ছৃঙ্খল শব্দের শরীর থেকে ।
অন্ধকারের ভিতর যেন
বাঘের গ্রাসে অস্বহায় হরিণ,
আমার আমিকে ঘিরে ধরে
শব্দেরা তান্ডব চালাতে চায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৪/০৫/২০১৮Bess
-
সাইদ খোকন নাজিরী ২৪/০৫/২০১৮এভাবেইতো মানুষ কবি হয়ে যায়!অসাধারণ!চালিয়ে যান!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৫/২০১৮ওহ! অসাধারণ কথামালা।
মগ্ন হয়ে পড়লাম আর ধন্য হলাম।
অনেক ধন্যবাদ জানালাম। -
কাজী জুবেরী মোস্তাক ২৩/০৫/২০১৮বাহ্
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৫/২০১৮আসলেই তা-ই।