সান্ত্বনা
নষ্ট হওয়ার কষ্ট না জেনে
গায়ে কাদা মেখে ভূত হয়েছি
পোষাক-পরিচ্ছদে এখন লজ্জাহীন
সবাই দেখছে
আমাকে সবার উপর
বরণের ফুলের মালা গলায়
পাথরের ভার হয়ে ঝোলে
এখন কোনো কষ্ট
আমার নষ্ট পথ ছুঁতে পারে না
কেবল তোমাদের দুটো হাত
এই চরণ ছোঁবে আর
সব ব্যর্থতা ঢেকে দেবে ॥
গায়ে কাদা মেখে ভূত হয়েছি
পোষাক-পরিচ্ছদে এখন লজ্জাহীন
সবাই দেখছে
আমাকে সবার উপর
বরণের ফুলের মালা গলায়
পাথরের ভার হয়ে ঝোলে
এখন কোনো কষ্ট
আমার নষ্ট পথ ছুঁতে পারে না
কেবল তোমাদের দুটো হাত
এই চরণ ছোঁবে আর
সব ব্যর্থতা ঢেকে দেবে ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৩/০৫/২০১৮সুন্দর ভাবনার প্রতিফলন ।
-
কে. পাল ২৩/০৫/২০১৮Bah bah
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৩/০৫/২০১৮সত্যিই, অভূতপূর্ব...
চমৎকার.............. -
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৫/২০১৮দারুন প্রত্যাশা।
-
কামরুজ্জামান সাদ ২৩/০৫/২০১৮অপূর্ব শব্দবিন্যাস।শুভেচ্ছা রইল কবির প্রতি।