কে
মনের দরজায় কড়া নাড়ে
কে ! এই দুর্যোগের রাতে
বাতাসে এখন বারুদের গন্ধ
সারা আকাশ ঘিরে কালো ধোঁয়া
প্রিয় বিশ্বাস জুড়ে
জমে আছে সন্দেহের ঘন মেঘ
জীবন নদীর চর ভাঙতে ভাঙতে
প্রখর স্রোত উত্তাল ঢেউ-
দুলিয়ে দিচ্ছে সময়
টুকরো টুকরো করছে বিশ্বাস-আন্তরিকতা
এমনি এক কঠিন সময়ের হাত ধ'রে
কে দেয় শান্ত্বনার প্রলেপ
কে আনে প্রাণের স্পন্দন
কার এই বরাভয় ॥
কে ! এই দুর্যোগের রাতে
বাতাসে এখন বারুদের গন্ধ
সারা আকাশ ঘিরে কালো ধোঁয়া
প্রিয় বিশ্বাস জুড়ে
জমে আছে সন্দেহের ঘন মেঘ
জীবন নদীর চর ভাঙতে ভাঙতে
প্রখর স্রোত উত্তাল ঢেউ-
দুলিয়ে দিচ্ছে সময়
টুকরো টুকরো করছে বিশ্বাস-আন্তরিকতা
এমনি এক কঠিন সময়ের হাত ধ'রে
কে দেয় শান্ত্বনার প্রলেপ
কে আনে প্রাণের স্পন্দন
কার এই বরাভয় ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ২৫/০৫/২০১৮
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২১/০৫/২০১৮ওহ দারুণ
চমক..............
আমি বলি এখনইতো আপনি জাত কবি।