www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমলজি না বায়োলজি

মায়াপরী পুতুলীর নীল নয়ণ,
যেন গভীরতর সমুদ্র
প্রস্ফুটিত লাবণ্যতা,
যেন পিকাসো ভিঞ্চির কারুকার্য
মুখোমুখি রূপগাহণে,
এক ঝাঁক নির্মম
নির্বাক আকর্ষণ প্রেম কণিকা,
বিকরিত হয় অবিরাম ৷

চুলে বাতাসে খেলা,
যেন শরতের আভরণ
স্বপ্নিল মনের করিডোরে ,
স্নায়ুবিক শিহরণ
পদ পরিচালনে,
শ্বেত ময়ুরীর নৃত্যের তাল
দক্ষিণের দ্বারে,
জাদুটোনাময় ছলনার জাল ৷

সকলে হারাইয়েছি,
কতেক বলে হায়! হায়!
ক্ষণজন্মা কবি রুপসীরে,
আঁকিতে প্রয়াস পায়
মধু ছড়ানো বচনে,
নির্বাক কোকিলার স্বর
হৃদয়হরণ বসনে,
প্রজাপতি রং অনিন্দিতা হয় পর ৷

মুক্তার মালা খুলে লাগানো
দন্ত দুই পাটি
অপরুপ ছায়া মহামায়া করে ভ্রুকুটি
জামদানি তাঁতে বাড়ে কেবলি ঐশর্যের লাভা নির্গমন
অন্তরে আগ্নেয়গীরির মতো উষ্ম অভ্যর্থনে চরিত্র হরণ ৷৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast