প্রেমলজি না বায়োলজি
মায়াপরী পুতুলীর নীল নয়ণ,
যেন গভীরতর সমুদ্র
প্রস্ফুটিত লাবণ্যতা,
যেন পিকাসো ভিঞ্চির কারুকার্য
মুখোমুখি রূপগাহণে,
এক ঝাঁক নির্মম
নির্বাক আকর্ষণ প্রেম কণিকা,
বিকরিত হয় অবিরাম ৷
চুলে বাতাসে খেলা,
যেন শরতের আভরণ
স্বপ্নিল মনের করিডোরে ,
স্নায়ুবিক শিহরণ
পদ পরিচালনে,
শ্বেত ময়ুরীর নৃত্যের তাল
দক্ষিণের দ্বারে,
জাদুটোনাময় ছলনার জাল ৷
সকলে হারাইয়েছি,
কতেক বলে হায়! হায়!
ক্ষণজন্মা কবি রুপসীরে,
আঁকিতে প্রয়াস পায়
মধু ছড়ানো বচনে,
নির্বাক কোকিলার স্বর
হৃদয়হরণ বসনে,
প্রজাপতি রং অনিন্দিতা হয় পর ৷
মুক্তার মালা খুলে লাগানো
দন্ত দুই পাটি
অপরুপ ছায়া মহামায়া করে ভ্রুকুটি
জামদানি তাঁতে বাড়ে কেবলি ঐশর্যের লাভা নির্গমন
অন্তরে আগ্নেয়গীরির মতো উষ্ম অভ্যর্থনে চরিত্র হরণ ৷৷
যেন গভীরতর সমুদ্র
প্রস্ফুটিত লাবণ্যতা,
যেন পিকাসো ভিঞ্চির কারুকার্য
মুখোমুখি রূপগাহণে,
এক ঝাঁক নির্মম
নির্বাক আকর্ষণ প্রেম কণিকা,
বিকরিত হয় অবিরাম ৷
চুলে বাতাসে খেলা,
যেন শরতের আভরণ
স্বপ্নিল মনের করিডোরে ,
স্নায়ুবিক শিহরণ
পদ পরিচালনে,
শ্বেত ময়ুরীর নৃত্যের তাল
দক্ষিণের দ্বারে,
জাদুটোনাময় ছলনার জাল ৷
সকলে হারাইয়েছি,
কতেক বলে হায়! হায়!
ক্ষণজন্মা কবি রুপসীরে,
আঁকিতে প্রয়াস পায়
মধু ছড়ানো বচনে,
নির্বাক কোকিলার স্বর
হৃদয়হরণ বসনে,
প্রজাপতি রং অনিন্দিতা হয় পর ৷
মুক্তার মালা খুলে লাগানো
দন্ত দুই পাটি
অপরুপ ছায়া মহামায়া করে ভ্রুকুটি
জামদানি তাঁতে বাড়ে কেবলি ঐশর্যের লাভা নির্গমন
অন্তরে আগ্নেয়গীরির মতো উষ্ম অভ্যর্থনে চরিত্র হরণ ৷৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস সাব্বির ০৭/০৬/২০১৫
-
আবু সাহেদ সরকার ২৭/০৫/২০১৫অনবদ্য কবিতা। কবি বন্ধু আমার পাতায় আসবেন।
-
সৈয়দ আলি আকবর, ২৩/০৫/২০১৫হাহাহা
-
সোমাদ্রি ২১/০৫/২০১৫বাহ!
-
আবিদ আল আহসান ২০/০৫/২০১৫Nicee
কতেক বলে হায়! হায়!
ক্ষণজন্মা কবি রুপসীরে,
আঁকিতে প্রয়াস পায়
মধু ছড়ানো বচনে,
অসাধারণ কবিতা ।