কালান্ধ কবির নিষেধাজ্ঞা
এ গ্রীষ্মে ধুলময় ঝড় হতে বোলোনা আমায়
এতো গরীব মানুষদের আর্তনাদ করা গ্রীষ্ম ৷
এ বরষায় ঘণ কালো মেঘ হতে বোলোনা আমায়
এতো কৃষকের ধান পুকুর ডুবানো বরষা ৷
এ শরতে শুভ্র দলছুট মেঘ উড়ানো বাতাস হতে বোলোনা আমায়
এতো কৃষাণির মনের সুখের আবেগ উড়ানো শরত ৷
এ হেমন্তে কাঠফাটা তপ্ত রোদ্দুর হতে বোলোনা আমায়
এতো দীর্ঘশ্বাস ফেলা জলহীন গ্রাম জ্বালানো হেমন্ত ৷
এ শীতে হাড় কাঁপানো ঠান্ডা তুষার ঝড় হতে বোলোনা আমায়
এতো কম্বল বিহীন গরীব মানুষের ঘুমহীন শীত ৷
এ বসন্তে কোকিলের ডাক বাসরীয় বাঁশি হতে বোলোনা আমায়
এতো চামড়া ফাটা দুখী বাংগালীর রং বিহীন বসন্ত ৷
এতো গরীব মানুষদের আর্তনাদ করা গ্রীষ্ম ৷
এ বরষায় ঘণ কালো মেঘ হতে বোলোনা আমায়
এতো কৃষকের ধান পুকুর ডুবানো বরষা ৷
এ শরতে শুভ্র দলছুট মেঘ উড়ানো বাতাস হতে বোলোনা আমায়
এতো কৃষাণির মনের সুখের আবেগ উড়ানো শরত ৷
এ হেমন্তে কাঠফাটা তপ্ত রোদ্দুর হতে বোলোনা আমায়
এতো দীর্ঘশ্বাস ফেলা জলহীন গ্রাম জ্বালানো হেমন্ত ৷
এ শীতে হাড় কাঁপানো ঠান্ডা তুষার ঝড় হতে বোলোনা আমায়
এতো কম্বল বিহীন গরীব মানুষের ঘুমহীন শীত ৷
এ বসন্তে কোকিলের ডাক বাসরীয় বাঁশি হতে বোলোনা আমায়
এতো চামড়া ফাটা দুখী বাংগালীর রং বিহীন বসন্ত ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডা: মো: রায়হান নবী ২৩/০৫/২০১৫ধন্যবাদ সবার প্রতি ৷
-
শাহাদাত হোসেন রাতুল ২২/০৫/২০১৫ভালো লাগলো !!
-
আব্দুল মান্নান মল্লিক ২২/০৫/২০১৫বা, খুব সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ১৯/০৫/২০১৫কবি সোমাদ্রির সাথে সহমত
-
সোমাদ্রি ১৯/০৫/২০১৫কেউ নিষেধ কি সত্যিই মানে... বানানের প্রতি যত্নবান হন