হিংস্রময়ীদের ভালোবাসা চাইনা
কি সহিংস;
স্তম্ভিত হই রুষ্ট কন্ঠীদের আলাপণে
তাদের নাকি ভালোবাসতেই হবে ৷
কি রুচি;
ছিঁড়ে জিন্স হাতে রিং কানে দুল
ক্লাস ফাঁকি দিয়ে বাবার পকেট মেরে ৷
কি অত্যাচার;
অন্ধকার রাস্তার ধারে বৃষ্টিমগ্ন রিকশায়
দুর্গন্ধপূর্ণ জলাশয়ে বসে থাকব গোপণে ৷
কি হুকুম;
কোমড়ে ব্যাথা নিয়ে সারারাত ফোনালাপ
মিস কলে না পেলে ধমকের সুরে সুরে ৷
কি রাক্ষসী;
কার্ড রাখবা চাইনিজে বান্ধবীরা গেছে
মশাদের বংশ বিস্তার করব ছাদে বসে ৷
কি ধোঁকা;
টাকা রেজাল্ট দুটোই হারালাম ফাঁদে পরে
বিয়ের কথা ভেবেনা কিছুনাই অপবাদ ৷
কি রহস্য;
কথামত কাজ করি তবু তাতে আশা পাইনা
ভূলে যাব উহ! হিংস্রময়ীদের ভালোবাসা চাইনা ৷
স্তম্ভিত হই রুষ্ট কন্ঠীদের আলাপণে
তাদের নাকি ভালোবাসতেই হবে ৷
কি রুচি;
ছিঁড়ে জিন্স হাতে রিং কানে দুল
ক্লাস ফাঁকি দিয়ে বাবার পকেট মেরে ৷
কি অত্যাচার;
অন্ধকার রাস্তার ধারে বৃষ্টিমগ্ন রিকশায়
দুর্গন্ধপূর্ণ জলাশয়ে বসে থাকব গোপণে ৷
কি হুকুম;
কোমড়ে ব্যাথা নিয়ে সারারাত ফোনালাপ
মিস কলে না পেলে ধমকের সুরে সুরে ৷
কি রাক্ষসী;
কার্ড রাখবা চাইনিজে বান্ধবীরা গেছে
মশাদের বংশ বিস্তার করব ছাদে বসে ৷
কি ধোঁকা;
টাকা রেজাল্ট দুটোই হারালাম ফাঁদে পরে
বিয়ের কথা ভেবেনা কিছুনাই অপবাদ ৷
কি রহস্য;
কথামত কাজ করি তবু তাতে আশা পাইনা
ভূলে যাব উহ! হিংস্রময়ীদের ভালোবাসা চাইনা ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ১৯/০৫/২০১৫অন্যরকম একটি কবিতা, বেশ ভালো
-
সবুজ আহমেদ কক্স ১৭/০৫/২০১৫নাইস
ভাল লাগলো