www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিংস্রময়ীদের ভালোবাসা চাইনা

কি সহিংস;
স্তম্ভিত হই রুষ্ট কন্ঠীদের আলাপণে
তাদের নাকি ভালোবাসতেই হবে ৷

কি রুচি;
ছিঁড়ে জিন্স হাতে রিং কানে দুল
ক্লাস ফাঁকি দিয়ে বাবার পকেট মেরে ৷

কি অত্যাচার;
অন্ধকার রাস্তার ধারে বৃষ্টিমগ্ন রিকশায়
দুর্গন্ধপূর্ণ জলাশয়ে বসে থাকব গোপণে ৷

কি হুকুম;
কোমড়ে ব্যাথা নিয়ে সারারাত ফোনালাপ
মিস কলে না পেলে ধমকের সুরে সুরে ৷

কি রাক্ষসী;
কার্ড রাখবা চাইনিজে বান্ধবীরা গেছে
মশাদের বংশ বিস্তার করব ছাদে বসে ৷

কি ধোঁকা;
টাকা রেজাল্ট দুটোই হারালাম ফাঁদে পরে
বিয়ের কথা ভেবেনা কিছুনাই অপবাদ ৷

কি রহস্য;
কথামত কাজ করি তবু তাতে আশা পাইনা
ভূলে যাব উহ! হিংস্রময়ীদের ভালোবাসা চাইনা ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast