www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা

মা, তুমি চিরদিন থাকবে এই বুকের কোর অফ হার্টে
বকবেনা বলো তোমার নেংটা দুষ্টুটা আর খেলবেনা রৌদ্দুর মাঠে ৷

মাগো, রাত্রিকালে জ্বরের তাড়নায় হিসু দিতাম তোমার কাপড়ে
ঘুমাবেনা বলো তোমার শেখানো বুলিতে প্রলাপ করে ঘুম নিবনা কেড়ে ৷

মা, বলবনা শতেকটি মিথ্যা স্কুলের পড়ালেখায় অবহেলা
মারবেনা বলো দুদুগুনে চার তিনদুগুনে ছয় ঠিক পারছি এইবেলা ৷

মাগো, সন্ধাবেলায় আর ফিরবনা ধুলিমাখা দোপাটি হয়ে
ধরবেনা বলো চুলের মুঠিটি কাদবনা আর কান মলাটি খেয়ে ৷

মা, যাযা করেছ ভালোই করেছ সত্যি তুলনা নেই সীমাহীন
ভুলবেনা বলো খোকাটি আজ দুর বিদেশে তোমার আদর বিহীন ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast