রবী তোমার কবিতায় সোনালী রঙ
অ বলে ওরে অবুঝ ওরে আমার কাঁচা
আ বলে আধুনিক ১৪০০ সাল চরণতলে নাচা
ই বলে ইউরুপের চিঠি হাতে জন্মদিন কি চাছ
ঈ বলে ঈশ্বরের কবি সাথে নাওনি কেন ছোট্ট ইতিহাস ৷
উ বলে উৎসর্গ করোনি কেন তাসের দেশ
এ বলে একরাত্রি একাকিত্ব শুধু বিভিন্ন নামে ডাকে বেশ
ক বলে করুণা কালের যাত্রা সমাপ্তি
খ বলে খেয়া পারহলে ক্ষুধিত পাষাণ হয় জাভা যাতেরি ৷
আ বলে আধুনিক ১৪০০ সাল চরণতলে নাচা
ই বলে ইউরুপের চিঠি হাতে জন্মদিন কি চাছ
ঈ বলে ঈশ্বরের কবি সাথে নাওনি কেন ছোট্ট ইতিহাস ৷
উ বলে উৎসর্গ করোনি কেন তাসের দেশ
এ বলে একরাত্রি একাকিত্ব শুধু বিভিন্ন নামে ডাকে বেশ
ক বলে করুণা কালের যাত্রা সমাপ্তি
খ বলে খেয়া পারহলে ক্ষুধিত পাষাণ হয় জাভা যাতেরি ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০৭/০৫/২০১৫বেশ ভাল
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৭/০৫/২০১৫সৃষ্টিশীলতা বেশ লক্ষণীয়, ইউরোপ বানানটা আরেকবার দেখে নিলে ভালো হতো। শুভেচ্ছা কবিকে ।