এসবের কি দরকার ছিল
হামবড়া অফিসার
বিদঘুট কদাকার
দেখে দশ রুচি নাই
খেতে পেতে সূচি নাই
মাথা ভরা টাকতার
রুগীমারা ডাক্তার
ডায়াবেটিস আছে বলে
ডায়েট খায় ফাঁকা পেলে
উপাচার কে দিল
আরে, এসবের কি দরকার ছিল ৷
বলে কথা পাকা পাকা
মিছুমিছি মাখা মাখা
ফাঁকি দেয় অফিসের ঘন্টা,
দেরী হলে এসে বলে
মিথ্যা আর যত ছলে
কত কাজ এলো ফেলে
জলিলের সাইকেলে
কোনমতো চলে চলে
ভালো নেই আজ তার মনটা ৷
অফিসের শেষে, কেউ তার ব্যাগ নিল
আরে, এসবের কি দরকার ছিল ৷
ছেলেটার ভেবলুস বায়না
ঠিকঠাক খায়না
হুম ওয়ার্ক দেয়না
ব্যাট হাতে বের হয়
রিমোর্টের সাথে রয়
পড়ে বেটা টুক টাক
প্রাইভেটে খুট খাট
বিনা চেষ্টায়, এপ্লাস পেয়ে গেল
আরে, এসবের কি দরকার ছিল ৷
বিদঘুট কদাকার
দেখে দশ রুচি নাই
খেতে পেতে সূচি নাই
মাথা ভরা টাকতার
রুগীমারা ডাক্তার
ডায়াবেটিস আছে বলে
ডায়েট খায় ফাঁকা পেলে
উপাচার কে দিল
আরে, এসবের কি দরকার ছিল ৷
বলে কথা পাকা পাকা
মিছুমিছি মাখা মাখা
ফাঁকি দেয় অফিসের ঘন্টা,
দেরী হলে এসে বলে
মিথ্যা আর যত ছলে
কত কাজ এলো ফেলে
জলিলের সাইকেলে
কোনমতো চলে চলে
ভালো নেই আজ তার মনটা ৷
অফিসের শেষে, কেউ তার ব্যাগ নিল
আরে, এসবের কি দরকার ছিল ৷
ছেলেটার ভেবলুস বায়না
ঠিকঠাক খায়না
হুম ওয়ার্ক দেয়না
ব্যাট হাতে বের হয়
রিমোর্টের সাথে রয়
পড়ে বেটা টুক টাক
প্রাইভেটে খুট খাট
বিনা চেষ্টায়, এপ্লাস পেয়ে গেল
আরে, এসবের কি দরকার ছিল ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাফর পাঠান ২৯/০৫/২০১৫বেশ মজার ছড়া । ভালো থাকুন নিরবধি ।
-
পিয়ালী দত্ত ০৭/০৫/২০১৫ভাল লাগা রইল
-
আব্দুল মান্নান মল্লিক ০৭/০৫/২০১৫দুর্দান্ত কবিতা
-
শাহাদাত হোসেন রাতুল ০৬/০৫/২০১৫দারুন